ক্রীড়া ডেস্ক

  ১৫ মে, ২০১৯

‘বুমরাহ বিশ্বসেরা বোলার’

সদ্য সমাপ্ত আইপিএলের শিরোপা জিতেছে মুম্বাই ইন্ডিয়ানস। দলটির শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন স্বদেশি জসপ্রিত বুমরাহ। তাই এই তরুণ পেসারের প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। তাকে বিশ্বসেরা বোলার হিসেবে আখ্যায়িত করেন তিনি।

গত রোববার আইপিএলের ফাইনালে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মুম্বাইর ১ রানের জয় পাওয়া ম্যাচে ১৪ রানে ২ উইকেট শিকার করেন বুমরাহ। আসন্ন বিশ্বকাপে ভারতীয় দলের পেস আক্রমণের নেতৃত্ব দেবেন বুমরাহ।

এ সম্পর্কে শচীন বলেন, ‘নিঃসন্দেহে বলা যেতে পারে এ পর্যায়ে সে বিশ্বসেরা বোলার। তার রেকর্ডও বেশ ভালো। আমি মনে করি, তার সেরাটা এখনো বাকি আছে।’

আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা বুমরাহ নিজের সাফল্যে উচ্ছ্বসিত হয়ে বলেন, ‘মুম্বাইয়ের হয়ে চতুর্থ শিরোপা জিততে পারায় আমি দারুণ খুশি। ম্যাচে আমার মধ্যে কোনো ভয় কাজ করেনি, দৃষ্টি ছিল কেবল পরবর্তী বলটির প্রতি। তাই এই সাফল্য পেয়েছি।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close