ক্রীড়া ডেস্ক

  ১৯ ডিসেম্বর, ২০১৮

কারো পৌষ মাস কারো সর্বনাশ

ওল্ড ট্রাফোর্ডে শেষ হলো হোসে মরিনহো অধ্যায়। ক্লাবের ধারাবাহিক ব্যর্থতার দায়ে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বরখাস্ত হলেন ৫৫ বছর বয়সী এই পর্তুগিজ কোচ। কাল এক বিবৃতিতে ‘স্পেশাল ওয়ান’কে আনুষ্ঠানিকভাবে লাল কার্ড দেখিয়ে দিয়েছেন ক্লাবকর্তারা।

নতুন কোচের নাম ঘোষণা না করলেও আপাতত কোচের দায়িত্ব দেওয়া হয়েছে ঘরের ছেলে মাইকেল ক্যারিকের হাতে। মরিনহোর বিদায়ে ঝড় বয়ে গেছে সামজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। অনেকে রেড ডেভিলসদের নতুন কোচ হিসেবে দাবি তুলেছেন জিনেদিন জিদান বা টটেনহাম কোচ মাউরিসিও পচেত্তিনোকে নিয়োগ দেওয়ার। তাদের মধ্যে ‘স্পেশাল ওয়ান’র কোচের বিদায়টাকে মেনে নিতে পারেননি। মরিনহোর বরখাস্ত হওয়ায় সম্ভবত সবচেয়ে বেশি খুশি হয়েছেন পল পগবা। পর্তুগিজ কোচের অধীনে যে ওল্ড ট্রাফোর্ডে নাভিঃশ্বাস উঠে গিয়েছিল ইউনাইটেডের ইতিহাসে সবচেয়ে দামি ফুটবলারের। মরিনহোর বিদায়ের সংবাদটা তাই স্বস্তির খবর হয়েই এলো ফরাসি মিডফিল্ডারের জন্য। সেটা মুখে না বললেও টুইটারে একটি হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করে তা বুঝিয়ে দিয়েছেন পগবা। ছবির নিচে পগবা লিখেছেন, ‘ক্যাপশন দাও।’ এই ছবি পোস্ট করে রীতিমতো বিতর্কের মুখে পড়েন পগবা। একটা পর্যায়ে ছবিসহ পোস্টটি মুছে ফেলেন বিশ্বজয়ী এই ফরাসি তারকা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close