ক্রীড়া ডেস্ক

  ১১ ডিসেম্বর, ২০১৮

ভারতের ঐতিহাসিক জয়

অ্যাডিলেড টেস্টের চতুর্থ দিনেই ম্যাচের ভাগ্যটা নির্ধারিত হয়ে গিয়েছিল। তবে অনুমিত চিত্রনাট্যে শেষ দিনে নাটকীয়তার ছোঁয়া আনল অস্ট্রেলিয়ার লোয়ার অর্ডার। সম্ভাবনা জাগাল অভাবনীয় কিছু করার। তবে ঠিকই জিতল ভারত। বিরাট কোহলির দল গড়ল ভারতীয় ক্রিকেটে নতুন ইতিহাস। অস্ট্রেলিয়া সফরে এই প্রথমবার প্রথম টেস্ট জিতল ভারত।

অ্যাডিলেড টেস্টে অজিদের ৩১ রানে হারিয়ে চার ম্যাচ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা।

শেষ ইনিংসে ৩২৩ রান তাড়ায় কাল শেষ দিনে অস্ট্রেলিয়া অলআউট হয়েছে ২৯১ রানে। অজিদের বিপক্ষে ১২ বারের সফরে সিরিজের প্রথম টেস্টে এই প্রথমবার জয়ের স্বাদ পেল ভারত। সব মিলিয়ে অস্ট্রেলিয়ায় ৪৫ টেস্টে এটি ভারতের মাত্র ষষ্ঠ জয়।

৪ উইকেটে ১০৪ রান নিয়ে পঞ্চম দিন শুরু করেছিল অস্ট্রেলিয়া। দিনের শুরুতেই স্বাগতিকরা হারায় ট্রাভিস হেডকে। ইশান্ত শর্মার দুর্দান্ত বাউন্সারে হেড সাজঘরে ফেরেন ১৪ রানে। এরপর শন মার্শ ও টিম পেইন লড়াই চালিয়ে গেছেন। লাঞ্চের আগে ও পরে দুজনের লড়াই থামিয়েছেন জসপ্রতি বুমরাহ। ১৬৬ বলে ৬০ রানে ফিরেছেন মার্শ, অধিনায়ক পেইন করেছেন ৪১ রান। অস্ট্রেলিয়ার রান তখন ৭ উইকেটে ১৮৭, অপেক্ষা বড় পরাজয়ের।

কিন্তু হারার আগে হারতে চাইল না লোয়ার অর্ডাররা। প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক শুরু করলেন প্রতিরোধ। অষ্টম উইকেটে যোগ হলো ৪১ রান। ২৮ রান করে স্টার্ক ফিরলেন মোহাম্মদ শামির বলে। কামিন্সের সঙ্গে এরপর নাথান লায়নও লড়াই করলেন চোয়াল বদ্ধ প্রতিজ্ঞতায়। নবম জুটিতে এলো আরও ৩১ রান।

অস্ট্রেলিয়ার জয় তখনও বেশ দূরে। কিন্তু শেষ জুটিতে লায়ন ও জশ হ্যাজলউডের ব্যাটে সেই লক্ষ্য প্রায় কাছে চলে এসেছিল। প্রথম ইনিংসের মতো এবারও লায়ন খেললেন দুর্দান্ত সব শট। হ্যাজলউডের একেকটি ডিফেন্সে তালির জোয়ার বইল গ্যালারিতে। উঁকি দিতে শুরু করল অসম্ভব এক জয়ের স্বপ্ন।

অবশেষে ৩২ রানের সেই জুটি থামালেন রবিচন্দন অশ্বিন। হ্যাজলউডের বিদায়ে বাঁধভাঙা উল্লাসে মাতল ভারতীয়রা। লায়ন তখন অপরাজিত ৩৮ রানে।

গোটা ম্যাচেই দারুণ বোলিং করা বুমরাহ, শামি ও অশ্বিন শেষ ইনিংসে নিয়েছেন তিনটি করে উইকেট। দুই ইনিংস মিলে ১১টি ক্যাচ নিয়ে কিপার রিশাভ প্যান্ট করেছেন বিশ্বরেকর্ড। এর আগে এক টেস্টে ১০ টি করে উইকেট তালুবন্দী করেছিলেন স্বদেশী ঋদ্ধিমান সাহা ও কিংবদিন্ত উইকেট রক্ষক অ্যাডাম গিলক্রিস্ট। প্রথম ইনিংসে সেঞ্চুরি ও দ্বিতীয় ইনিংসে ৭১ রানের দুর্দান্ত দুটি ইনিংস খেলে ম্যাচের সেরা চেতেশ্বর পুজারা। আগামী শুক্রবার পার্থে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।

সংক্ষিপ্ত স্কোর

ভারত ১ম ইনিংস: ২৫০/১০

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ২৩৫/১০

ভারত ২য় ইনিংস: ৩০৭/১০

অস্ট্রেলিয়া ২য় ইনিংস: (লক্ষ্য ৩২৩) ১১৯.৫ ওভারে ২৯১/১০ (আগের দিন ১০৪/৪) (মার্শ ৬০, পেইন ৪১, কামিন্স ২৮, স্টার্ক ২৮, লায়ন ৩৮*; বুমরাহ ৩/৬৮, অশ্বিন ৩/৯২, শামি ৩/৬৫।

ফল: ভারত ৩১ রানে জয়ী

সিরিজ: চার ম্যাচের সিরিজে ভারত ১-০তে এগিয়ে

ম্যান অব দা ম্যাচ: চেতেশ্বর পুজারা

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close