ক্রীড়া প্রতিবেদক

  ২৯ সেপ্টেম্বর, ২০১৮

আজ থেকে শুরু যুবাদের এশিয়া কাপ

সংযুক্ত আরব আমিরাতে সিনিয়রদের এশিয়া কাপে ফাইনাল খেলেছে বাংলাদেশ ও ভারত। সেই আসর শেষ হতে না হতেই শুরু হচ্ছে আরেকটি এশিয়ান ক্রিকেটযুদ্ধ। এবারের লড়াইটা অনূর্ধ্ব-১৯ দলের। প্রথম দিনে চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরি স্টেডিয়ামে শ্রীলঙ্কান যুবা দলের মুখোমুখি হবে বাংলাদেশের যুবারা। একইদিনে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে পাকিস্তান লড়বে হংকংয়ের বিপক্ষে।

এ ছাড়া ঢাকা বিকেএসপিতে অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ। বিকেএসপির চার নম্বর মাঠে আফগানিস্তান মাঠে নামবে আরব আমিরাতের। তিন নম্বর মাঠে ভারত মুখোমুখি হবে নেপালের। ম্যাচগুলো শুরু হবে সকাল ৯টায়।

টুর্নামেন্ট শুরুর আগে গতকাল এমএ আজিজ স্টেডিয়ামে উন্মোচন করা হয়েছে যুবাদের এশিয়া কাপ ক্রিকেটের ট্রফি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও হংকং দলের অধিনায়করা।

বাংলাদেশ দলের অধিনায়ক তৌহিদ হৃদয় বলেন, ‘আমাদের নিজেদের মাঠে খেলা। তাই আমরা বাড়তি সুবিধা পাব। সে সঙ্গে আমাদের প্রস্তুতিও ভালো। আশা করি চ্যাম্পিয়ন হব।’

এবারের আসরে অংশ নিবে আট দল। ‘এ’ গ্রুপে ভারত, আফগানিস্তান, নেপাল ও আরব আমিরাত। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী পাকিস্তান, শ্রীলঙ্কা ও হংকং। যুবা বিশ্বকাপের চট্টগ্রাম পর্বের খেলাগুলো হবে এমএ আজিজ এবং জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে। ঢাকার ম্যাচগুলো হবে মিরপুর শেরে বাংলা ও বিকেএসপিতে। টুর্নামেন্টের ফাইনাল খেলা সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস। বিসিবির গেম ডেভেলপমেন্ট সূত্র জানায়, সুষ্ঠুভাবে টুর্নামেন্ট আয়োজনের পাশাপাশি ভালো খেলার প্রত্যয় বাংলাদেশ দলের। তবে এশিয়া কাপকে কাজে লাগিয়ে যুবাদের মূল লক্ষ্য থাকবে ২০২০ দক্ষিণ আফ্রিকা যুবা বিশ্বকাপ।

ম্যাচের সময়সূচি

২৯ সেপ্টেম্বর : আফগানিস্তান-আরব আমিরাত,

বিকেএসপি ৪ নম্বর মাঠ, ঢাকা

ভারত-নেপাল, বিকেএসপি ৩ নম্বর মাঠ, ঢাকা

পাকিস্তান-হংকং, এমএ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম

বাংলাদেশ-শ্রীলঙ্কা, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম

৩০ সেপ্টেম্বর : ভারত-আরব আমিরাত, বিকেএসপি ৩ নম্বর মাঠ, ঢাকা

শ্রীলঙ্কা-হংকং, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম

১ অক্টোবর : আফগানিস্তান-নেপাল, বিকেএসপি ৪ নম্বর মাঠ, ঢাকা।

বাংলাদেশ-পাকিস্তান, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম

২ অক্টোবর : আফগানিস্তান-ভারত,

বিকেএসপি ৪ নম্বর মাঠ, ঢাকা

নেপাল-আরব আমিরাত,

বিকেএসপি ৩ নম্বর মাঠ, ঢাকা

পাকিস্তান-শ্রীলঙ্কা, এমএ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম

বাংলাদেশ-হংকং, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম

সেমিফাইনাল

৪ অক্টোবর : সেমিফাইনাল ১ (গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন, গ্রুপ ‘ই’ রানার্সআপ), মিরপুর

৫ অক্টোবর : সেমিফাইনাল ২ (গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ ‘এ’ রানার্স আপ), মিরপুর

ফাইনাল

৭ অক্টোবর : (সেমিফাইনাল ১ ও ২ বিজয়ী), মিরপুর

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close