ক্রীড়া ডেস্ক

  ২১ সেপ্টেম্বর, ২০১৮

২৫ বছর পর ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে দুই দল

কাল প্রকাশিত ফিফা র‌্যাঙ্কিংয়ে একসঙ্গে শীর্ষে জায়গা করে নিয়েছে বেলজিয়াম ও ফ্রান্স। দুই দেশের পয়েন্ট সমান ১৭২৯। বেলজিয়াম এক ধাপ উঠে ধরে ফেলেছে বিশ্ব চ্যাম্পিয়নদের। গত ২৫ বছরে এই প্রথম ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ভাগাভাগি হয়ে গেল দুই দেশের মধ্যে। বিশ্বকাপের সেমিফাইনালে বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল ফ্রান্স।

বিশ্বকাপ শেষে দুই মাসের ব্যবধানে ফ্রান্সকে ছুঁয়ে ফেলেছে বেলজিয়াম। বরং ০.২৫ বাড়তি পয়েন্ট নিয়ে ফ্রান্সের চেয়ে এগিয়ে আছে তারা। যেখানে ফ্রান্স ১৭২৯.১২ সেখানে বেলজিয়াম ১৭২৯.২৫। এর আগে বেলজিয়াম ছিল ১৭২৩। ফ্রান্স ছিল ১৭২৬। ১৬৬৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ব্রাজিল। ১৬৩৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে ক্রোয়েশিয়া। ১৬৩২ পয়েন্ট নিয়ে পাঁচে রয়েছে উরুগুয়ে। আর্জেন্টিনা রয়েছে ১১ নম্বরে। পরের স্থানটা জার্মানির।

মেসিদের আগে আছে ইংল্যান্ড, পর্তুগাল, সুইজারল্যান্ড, স্পেন ও ডেনমার্ক। র‌্যাঙ্কিংয়ে আগের ১৯৭ অবস্থানটা ধরে রেখেছে বাংলাদেশ। সাফে এক জয় ও এক হার পেলেও স্থানের পরিবর্তন হয়নি জেমি ডের শিষ্যদের।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close