ক্রীড়া ডেস্ক

  ১৯ সেপ্টেম্বর, ২০১৮

গা গরমের ম্যাচে ভারতের বড় সংগ্রহ

এবারের এশিয়া কাপের সবচেয়ে বিতর্কিত বিষয় ছিল ম্যাচ শিডিউল। টানা দুই দিনে দুইটি ম্যাচ খেলতে হচ্ছে ভারতকে। তার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড সমালোচনা করেছিলেন টুর্নামেন্ট আয়োজক কমিটির। হংকংয়ের বিরুদ্ধে ম্যাচের পরপরই ভারতকে ভাবতে হচ্ছে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান নিয়ে। হংকংয়ের বিরুদ্ধে ফল যাই হোক না কেন, তা ভুলে গিয়ে আজকে আবার কোমর বেঁধে মাঠে নামতে হবে ভারতকে। অবশ্য হংকংয়ের বিপক্ষের ম্যাচটা অনেকটা গা গরমের ম্যাচ হিসেবে নিয়েছে রবি শাস্ত্রির দল। কাল ব্যাট করতে নেমে ওপেনার শিখর ধাওয়ানের সেঞ্চুরিতে ভারতও আভাস দিচ্ছিল বড় সংগ্রহের। কিন্তু হংকংয়ের শেষদিকে বোলিং নৈপুণ্যে ভারত ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে করেছে ২৮৫ রান। ধাওয়ান তুলে নিয়েছেন ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি। ১২০ বলে করেছেন ১২৭ রান। অম্বতি রাইডু করেছেন ৬০ রান। হংকংয়ের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন কিঞ্চিত শাহ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close