ক্রীড়া ডেস্ক

  ২১ আগস্ট, ২০১৮

ফেডেক্সকে উড়িয়ে জকোর স্বপ্নপূরণ

টেনিস ইতিহাসে নজির সৃষ্টি করলেন নোভাক জকোভিচ। প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে ৯টি মাস্টার্সেই খেতাব জিতলেন তিনি। রোববার রাতে সিনসিনাটি ওপেনের ফাইনালে তিনি সরাসরি সেটে উড়িয়েই দিলেন সাতবারের চ্যাম্পিয়ন রজার ফেদেরারকে। ম্যাচের ফল ৬-৪, ৬-৪।

এর আগে সিনসিনাটি মাস্টার্সে পাঁচবার খেলেও কখনো চ্যাম্পিয়ন হননি জকোভিচ। ফাইনালে যেভাবে তিনি ফেদেরারকে হারিয়েছেন, তাতে আসন্ন ইউএস ওপেনের ফাইনালে তাকেই ফেভারিট হিসেবে মানছে টেনিস দুনিয়া। ক্যারিয়ারে এই প্রথমবার ইউএস ওপেনের আগে হার্ডকোর্টে কোনও ফাইনালে হারলেন ফেদেরার।

চ্যাম্পিয়ন হওয়ার পর জকো বলেছেন, ‘এখানে এর আগে পাঁচবার ফাইনালে খেলেছি। আর বেশির ভাগ ফাইনালেই হেরেছি গ্রেট রজারের কাছে। তোমাকে ধন্যবাদ, এবার আমাকে জিততে দেওয়ার জন্য। আমার কাছে এটা স্বপ্নপূরণ। অবশেষে জিতলাম সিনসিনাটিতে। আর সেটাও সর্বকালের সেরা রজারের বিরুদ্ধে।’

২০ গ্র্যান্ডস্ল্যাম জয়ী ফেদেরার মেনে নিয়েছেন যে সেরা ছন্দে তিনি ছিলেন না। ৩৭ বছর বয়সি সুইস তারকার সামনে ছিল ক্যারিয়ারের ৯৯তম ট্রফির হাতছানি। কিন্তু তিনি পারলেন না। ফেদেরার বলেছেন, ‘নোভাক (জকোভিচ) দুর্দান্ত একজন চ্যাম্পিয়ন। যোগ্য হিসেবেই ইতিহাস সৃষ্টি করল ও। আমি একেবারেই সেরা ফর্মে ছিলাম না। ফোরহ্যান্ডে প্রত্যেক দ্বিতীয় সার্ভ মিস করেছি। জানি না এটা কেন হচ্ছিল। তবে অজুহাত খুঁজছি না। নোভাক যোগ্য হিসেবেই জিতেছে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close