খ. ম. আল-আমিন

  ১৮ নভেম্বর, ২০১৭

আম আমড়ার লড়াই

ফলের রাজা আমের সাথে

আমড়া বাঁধায় আড়ি,

গুণে-মানে আমার সাথে

কার বা আছে জুড়ি?

বছরে আম একবার আসে

তাতেই এত বড় বড়াই?

এখন থেকে আমের সাথে

চলবে আমার লড়াই।

আম শুধু নামেই রাজা

গুণে আমার কম,

খালি কলস নড়ে বেশি

বাজে ঝনঝন।

এক সময় ভাবত সবাই

আমড়া বুনো ফল,

অবহেলায় এড়িয়ে যেত

ছেলেপুলের দল।

হাট-বাজারে রাস্তাঘাটে

সবখানেতে এখন,

আমার কদর চলছে বেড়ে

বাড়ছে ভারি যতন।

সবাই বলে পুষ্টি গুণে

আমি এখন সেরা,

আমার নাগাল কেবা পায়

গুণেই পাগল পারা।

বি-ভিটামিন সি-ভিটামিন

কেলসিয়ামের জুড়ি,

রোগ প্রতিরোধ আমার গুণে

কমে আরো ভুঁড়ি।

আমার গুণ আমি নই

বিজ্ঞানীরা বলে,

সারা বছর আমায় পেয়ে

সুস্থ জীবন চলে।

ডায়াবেটিস হার্টের রোগী

যত প্রকার রোগ,

আমায় ভালোবাসলে কারো

হবে না দুর্ভোগ।

তাইতো বলি সবাই যেন

আমায় ভালোবাসে,

আমায় নিয়ে সুস্থভাবে

সবাই যেন বাঁচে।

আমড়ার এমন দর্প শুনে

আম ক্ষেপে রাগে,

ছোট লোকের বড় কথা

শুনিনি কো আগে?

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist