reporterঅনলাইন ডেস্ক
  ১৯ সেপ্টেম্বর, ২০২০

আমি তখন

রেবেকা ইসলাম

উতাল সুরে মেঘনা যখন বহে নিরবধি

আমি তখন মনে মনে নদী বিশাল নদী

খুকু যখন শিউলি কুড়োয় বানায় কানের দুল

লাল-নীল রং গায়ে মেখে ফুল হব গো ফুল

ভোরে যখন দোয়েল ডাকে খোলে সবার আঁখি

আমিও বেশ ঝাপটে ডানা পাখি কোমল পাখি

ঝমঝমিয়ে ওঠে যখন বৃষ্টিপড়ার বেগ

আমি তখন ওই আকাশে মেঘ হয়ে যাই মেঘ

জলে কাদায় খেলে যখন মাছরাঙা, বক, চিল

তখন আমি শান্ত নিথর বিল হব গো বিল

জোছনা রাতে আকাশ ভরে সাদা আলোর ফাঁদ

ইলিক-ঝিলিক আমি তখন চাঁদ রুপালি চাঁদ

পাহাড়বুকে ছড়ায় যখন ঝরনা মধুর সুর

ওই পাহাড়ের মেয়ে সেজে চূড় হয়ে যাই চূড়

রাতে খোকন ঘুমোয় যখন মায়ের আঁচল ধরি

আমি তখন ঘুমের দেশের পরি সাদা পরি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close