কাব্য কবির

  ১৮ জানুয়ারি, ২০২০

শীত সকালের স্মৃতি

মনে পড়ে ছোটবেলার শিশির ভেজা ভোর,

কিচিরমিচির পাখির ডাকে খুলত চোখের দোর।

ঘর থেকে বের হয়ে বাহিরে যখন আসতাম,

কলাপাতায় শিশিরের চুম দেখে তখন হাসতাম।

শিশির ভেজা ঘাসে দেখতাম ফড়িংছানা নাচে,

ফড়িংছানা ধরতে আমি যেতাম ঘাসের কাছে।

হিম কুয়াশার বুকে উঁকি মাঝে মাঝে রবি,

শীত সকালে প্রকৃতিতে মায়াবী এক ছবি।

কুসুম বাগে দেখতে পেতাম রং-বাহারি ফুলে,

হিমেল হাওয়ার পরশ পেয়ে নাচে হেলে-দুলে।

মাঠে গিয়ে দেখতাম আমি খেসারি, কলাই ফুল,

হেঁটে হেঁটে ভালো লাগত দেখতে নদীর কূল।

খেজুরগাছ থেকে গাছিরা রস নামিয়ে আনে,

এই দৃশ্য দেখলে পরে দোলা দিত প্রাণে।

খেজুরের গুড় দিয়ে খেতাম চিড়া, মুড়ি, খই

ছোটবেলার শীত সকালের দিনগুলো ভাই কই?

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close