কাব্য কবির

  ২৪ আগস্ট, ২০১৯

রাসেল সোনা

মধুমতী নদীর পাড়ে একটা ছেলে খেলতো,

গরিব দুঃখীর সাথী হয়ে এই ছেলেটি চলতো।

বন বাঁদাড়ে পাখির সাথে এই ছেলেটি ঘুরতো,

প্রজাপতির সাথী হয়ে নীল আকাশে উড়তো।

পাখির কাছে ফুলের কাছে মনের কথা বলতো,

পাখির গানের মিষ্টি সুরে মুগ্ধ হয়ে চলতো।

পনেরোই আগস্ট শত্রুসেনা গুলি করল বুকে,

এমন সময় পড়লো সে মৃত্যুর কোলে ঝুঁকে।

খোকাখুকি এই ছেলেটি প্রিয় রাসেল সোনা,

রাসেল সোনা খুবই মিষ্টি যেন চাঁদের কণা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close