সামিমা

  ১৭ আগস্ট, ২০১৯

বৃষ্টি যে কী অনন্যা

বৃষ্টি পড়ে টাপুরটুপুর

খুকু নাচে ঝুমুরঝুমুর

ঢেউ লেগেছে ঘাস বনে

লাগছে দোলা কাশবনে।

বৃষ্টি ভেজায় গাছের পাতা

খুকু খোঁজে ব্যাঙের ছাতা।

হিমবাতাসে মনটা নাচে

পুতুল নাচে খুকুর কাছে।

খুকুর পুতুল চুল বাঁধে

বৃষ্টি নাচে সেই স্বাদে।

ধুয়ে মুছে সাফ করে

মনটা খুকুর দেয় ভরে।

খুকুর চোখে নেই যে ঘুম

বৃষ্টি এসে দেয় যে চুম।

রাস্তাঘাটে জলের নাচ

জলের মাঝে লাফায় মাছ।

বৃষ্টি যে কী অনন্যা

মিষ্টি ভারী সুকন্যা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close