খোরশেদ আলম খোকন

  ১৯ জানুয়ারি, ২০১৯

নতুন বইয়ের আনন্দ

খোকার মনে খুশির রেশ

নতুন বইয়ের ঘ্রাণে,

আনন্দে বই পড়ছে বেশ

উৎসাহে মনপ্রাণে।

সকাল হলে খোকার হাতে

খাতা কলম বই,

মনোযোগে নিবির পাঠে

দেখ, স্কুলে যায় ঐ।

বিকেলে ঠিক খেলবে মাঠে

সন্ধ্যা হলেই পড়া,

নতুন বই এ রোজ সে রাতে

চলছে শাসন কড়া।

সকাল সকাল উঠে এখন

চোখে নেই আর ঘুম,

নিয়মমাফিক এখন থেকেই

চলছে পড়ার ধুম।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close