আনোয়ার সুফিয়ান

  ২৬ মে, ২০১৮

প্রিয় নজরুল

একটা খুকু নামটা দুখু কালবৈশাখী ঝড়ে...

জন্মগ্রহণ করে যখন চুরুলিয়ার ঘরে।

হাসল তখন শুষ্ক পবন রুক্ষ পরিবেশ...

দুখুর গান সুরের তান বলি সবিশেষ।

দুখু মিয়া জাগায় হিয়া ভোর বিহানের পাখি...

তাকে ছাড়া বিদ্রোহী ধারা কাব্যে ছিল বাকি।

‘ভাঙার গান’ জুড়ায় প্রাণ ‘বাঁধন হারা’ সাথি...

‘রিক্তের বেদন’ মনের চেতন বাংলা ভাষার বাতি।

‘সিন্ধু হিন্দোল’ খায় দোল সর্বদা এই মনে...

‘বিষের বাঁশি’ পড়লে হাসি কাঁদি ক্ষণে ক্ষণে।

‘মৃত্যু-ক্ষুধা’ অমর সুধা ‘কুহেলিকা’ করে গান...

‘শিউলি মালা’ শোষণ জ্বালা কি যে ‘ব্যথার দান’!

‘দুর্দিনের যাত্রী’ আঁধার রাত্রি শোনো ‘কা-ারী হুশিয়ার’

‘রুদ্র-মঙ্গল’ পাপের জঙ্গল বেড়ে চলেছে দুনিয়ার।

‘যুগ-বাণী’ সত্য জানি অন্তরে ধরেছে জং

‘রাজবন্দির জবানবন্দি’ ইচ্ছেমতো করে সন্ধি দেখায় শত ঢং।

উন্নত শীর বিদ্রোহী বীর ব্রিটিশ রাজার জেলে...

তাড়াবার ছলে কবিতা বলে কত খেলাই খেলে।

তুমি বিদ্রোহী! কে বলে দেশদ্রোহী? কে বলে তোমায় নাস্তিক

দেখতে চাই জাতের ভাই কত বড় সেই আস্তিক।

তুমি ‘মহাবিশ্ব কবি’ সাক্ষী রবি ঐ আকাশে হাসে...

তোমার সুর দূর সুদূর এই হৃদয়ে ভাসে।

শোনো সবিতা বাংলা কবিতা জড়িয়ে আছে যার কোল...

প্রিয় কবি প্রিয় ছবি প্রিয় সেই নজরুল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist