জীবনযাপন প্রতিবেদক

  ০৪ সেপ্টেম্বর, ২০২১

‘ক্যানভাস হলো চেহারা, রং মেকআপ’

নারীর সাজ এক শৈল্পিক ক্যানভাসের প্রতিচ্ছবি। সাজের মাধ্যমেই ফুটে উঠে তার ব্যক্তিত্ব, রুচিবোধ এবং শিল্পের প্রকাশ। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি নিজেকে একটু আকর্ষণীয় করে তুলতে কে না চায়। তাইতো নিজেকে সাজানোর জন্য মেকআপের কোনো বিকল্প নেই। তবে কেউ করেন শখে। কেউ করেন দরকারে। কিন্তু কাজটা এমন যে দরকারে পড়ে করলেও মন্দ লাগে না। বিশ্বজুড়েই মেকআপ বিষয়টা এখন নিত্যপ্রয়োজনীয়। নানা ব্র্যান্ড আর নানা উপকরণ, লক্ষ্য একটাই নিজের ভালো লাগার জন্য সেজে ওঠা। একজন চিত্রশিল্পী যেমন ক্যানভাসে একটু একটু করে রং দিয়ে একটি নারী প্রতিকৃতিকে সাজিয়ে তোলেন; তেমনি সেই কাজটিই করেন একজন মেকআপ আর্টিস্ট। তার কাছে ক্যানভাস হলো নারীর চেহারা আর রং হলো মেকআপ। তেমনই একজন মেকআপ আর্টিস্ট শারমিন মোহাম্মদ। অনেকটা শখের বসেই এই পেশায় তার আসা। বলা যায়, এটা তার ফ্যাশন। বাবা-মায়ের একমাত্র সন্তান শারমিনের বেড়ে ওঠা ঢাকার খিলগাঁওয়ে। মেকআপ নিয়ে তার ক্যারিয়ার বছর তিনেকের। নিজের ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে কলকাতা থেকে মেকআপ বিষয়ে কোর্স করেছেন তিনি। আর সে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নারীর সৌন্দর্য বৃদ্ধিতে কাজ করছেন বর্তমানে। শারমিন বলেন, ‘ভালো লাগা থেকেই আমার এ শিল্পের সঙ্গে পথচলা। অভিজ্ঞতা ও দৃঢ়বিশ্বাসকে কাজে লাগিয়ে আরো সামনে এগিয়ে যেতে চাই। কারণ এটিও একটি শিল্প। আমি চাই এ শিল্পের আরো বিকাশ ঘটুক। এতে কর্মসংস্থান যেমন বাড়বে; তেমনি মানুষের সৌন্দর্যচর্চা ও রুচিবোধেরও পরিবর্তন ঘটবে।’ এদিকে মেকআপ আর্টিস্টের পাশাপাশি মডেল হিসেবে দেখা মিলছে শারমিনের। বেশ কিছু ফটোশুটেও অংশ নিয়েছেন তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close