আন্তর্জাতিক ডেস্ক

  ২৪ ফেব্রুয়ারি, ২০২০

তুরস্কে ৫.৭ মাত্রার ভূমিকম্প, নিহত ৮

তুরস্কের পূর্বাংশে ভূমিকম্পে আটজন নিহত হয়েছেন। ইরানের সঙ্গের সীমান্তবর্তী অঞ্চলে ৫.৭ মাত্রার ওই ভূমিকম্প অনুভূত হয়। এতে আরো অন্তত ২৩ জন আহত হয়েছে। তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা হতাহতের সংখ্যা জানিয়েছে।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ইরানের উত্তর-পশ্চিমাংশে। তবে তুরস্কের ভ্যান প্রদেশে ভূমিকম্পটি শক্তিশালী আঘাত হানে। স্বরাষ্ট্রমন্ত্রী সোলেইমান সোলে এক সংবাদ বিবৃতিতে জানান, এই ভূমিকম্পে কয়েকটি ভবন ধসে পড়েছে এবং ভবনের বাসিন্দাদের একাংশ ধ্বংসাবশেষের নিচে আটকা পড়েছে। তাদের উদ্ধারে কাজ করছে সেনা সদস্যরা। উল্লেখ্য, তুরস্কে এই বছরের শুরুতে হওয়া আরেকটি ভূমিকম্পে ৪১ জন নিহত হয়। এ ছাড়া আহত হয়েছিল প্রায় ১ হাজার ৬০০ জন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close