আন্তর্জাতিক ডেস্ক

  ২২ জুলাই, ২০১৮

যুক্তরাষ্ট্রে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ১৭ : এক পরিবারের ৯ জন

যুক্তরাষ্ট্রের মিসৌরিতে একটি পর্যটকবাহী নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে। বৃহস্পতিবারের এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে এক পরিবারের সদস্য ৯ জন। মিসৌরির গভর্নরের বরাত দিয়ে নিহতের সংখ্যা নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। গভর্নর মাইকেল পার্সন জানান, তিনি এক স্বজনহারা নারীর সঙ্গে কথা বলেছেন যিনি তার পরিবারের ১১ জনের মধ্যে ৯ জনকে হারিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, ওই নারী দাবি করেছেন নৌকার ক্যাপ্টেন যাত্রীদের লাইফ জ্যাকেট না পরার জন্য বলেছেন। টিয়া কোলম্যান নামের ওই নারী বলেন, আমি সব সন্তান, স্বামী, শ্বশুর-শাশুড়ি, ননদ, চাচা, বোনপোকে হারিয়েছি। আমি ঠিক আছি। কিন্তু ঘটনাটি আমার জন্য অনেক কষ্টের। ক্যাপ্টেন আমাদের বলেছেন, লাইফ জ্যাকেট পরার দরকার নেই। তাই আমরা কেউই তা সঙ্গে নেইনি। কিন্তু যখন লাইফ জ্যাকেট পরার সময় হয় তখন অনেক দেরি হয়ে যায়। আমি মনে করি, লাইফ জ্যাকেট পরলে অনেকেই বেঁচে যেতেন। নৌকাডুবিতে জীবিত উদ্ধার পাওয়া ব্যক্তিদের মধ্যে নৌকার ক্যাপ্টেনও রয়েছেন। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পর্যটকদের কাছে জনপ্রিয় টেবল রক লেকে ডাক বোট বলে পরিচিত নৌকাটিতে ৩১ জন আরোহী ছিলেন।

মিসৌরি হাইওয়ে পুলিশ জানিয়েছেন, নিহতদের বয়স ১ থেকে ৭০ বছরের মধ্যে। এর আগে মিসৌরির স্টোন কাউন্টি শেরিফ ডাফ রাডার জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist