আন্তর্জাতিক ডেস্ক

  ২১ মার্চ, ২০১৮

মার্কিন রাষ্ট্রদূতকে ‘কুকুরের বাচ্চা’ বললেন মাহমুদ আব্বাস

ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনের পশ্চিমতীরে ইহুদি বসতি স্থাপনকারীদের সমর্থন দেওয়ায় ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে ‘কুকুরের বাচ্চা’ বলে অভিহিত করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। গত সোমবার রামাল্লায় ফিলিস্তিনি নেতাদের এক বৈঠকে আব্বাস ওই মন্তব্য করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। একই বৈঠকে গত সপ্তাহে গাজায় ফিলিস্তিনি প্রধানমন্ত্রী রামি হামদাল্লাহর গাড়িবহরে বোমা হামলার জন্য হামাসকে দায়ী করেন তিনি। এতে আলোচিত হামাস-ফাতাহর পুনর্মিলন বাধাগ্রস্ত হতে পারে বলে ধারণা বিশ্লেষকদের।

পশ্চিমতীরে বসতি স্থাপনকারী ইহুদিরা তাদের ‘নিজস্ব ভূমিতে বসতি’ গড়ে তুলছে মন্তব্য করে মার্কিন রাষ্ট্রদূত ডেভিড ফ্রিডম্যান বসতি স্থাপনকারীদের প্রতি তার সমর্থন জানিয়েছিলেন। ফ্রিডম্যানের এই মন্তব্যে ক্ষিপ্ত আব্বাস বলেন, ‘কুকুরের বাচ্চাটি বলেছে তারা তাদের নিজেদের ভূমিতে আবাস গড়ে তুলছে? সে নিজে একজন বসতি স্থাপনকারী, তার পরিবারও বসতি স্থাপনকারী, আর এই ব্যক্তিই তেল আবিবে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। তার কাছে আমরা আর কী আশা করব? আব্বাসের এই মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছে ফ্রিডম্যান ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জেরুজালেমে ‘বিশ্বব্যাপী ইহুদিবিদ্বেষ-বিরোধী লড়াই’ বিষয়ক এক সম্মেলনে বক্তৃতাকালে ফ্রিডম্যান বলেন, ‘তিনি আমাকে কুকুরের বাচ্চা অভিহিত করে প্রতিক্রিয়া জানিয়েছেন। ইহুদিবিদ্বেষ না রাজনৈতিক ডিসকোর্স? এটি আমার বিচার্য নয়, এর দায়িত্ব আপনাদের ওপর ছেড়ে দিলাম।’ এক বিবৃতিতে মধ্যপ্রাচ্যবিষয়ক মার্কিন ?দূত জেসন গ্রিনব্লাট আব্বাসের মন্তব্যকে ‘অত্যন্ত অসঙ্গত’ অভিহিত করে এর নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘ঘৃণাপূর্ণ কথাবার্তা অথবা জনগণের জীবনমান উন্নয়নের জন্য বাস্তব উদ্যোগ গ্রহণ করা, এর মধ্যে একটিকে বেছে নিতে হবে ফিলিস্তিনি নেতাকে।’ রাষ্ট্রদূত ফ্রিডম্যান ইসরায়েলের বসতিস্থাপন পরিকল্পনার একজন দৃঢ় সমর্থক। জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে মার্কিন দূতাবাস সেখানে সরিয়ে নেওয়ার বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পেছেনে প্রথম থেকে জোরালো ভূমিকা রাখা ব্যক্তিদের মধ্যে তিনি অন্যতম। ট্রাম্পের ৬ ডিসেম্বরের ওই ঘোষণায় ইসরায়েল সরকার খুশি হলেও এতে ফিলিস্তিনিরা ক্ষুব্ধ হয়। তারপর থেকে মার্কিন ওই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছে ফিলিস্তিনিরা। জেরুজালেমকে রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ ও অভিভাজ্য রাজধানী হিসেবে বিবেচনা করে ইসরায়েল। তবে ইসরায়েলের এ ধারণায় সায় নেই আন্তর্জাতিক সম্প্রদায়ের। জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়নি জাতিসংঘসহ বিশ্বের অধিকাংশ দেশ।

অন্যদিকে পূর্ব জেরুজালেমকে নিজেদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী করতে দৃঢ় প্রতিজ্ঞ ফিলিস্তিনিরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist