নিজস্ব প্রতিবেদক

  ১৮ জুলাই, ২০১৭

খালেদা ফিরবেন কি না, সন্দেহ কাদেরের

‘রোডম্যাপ নিয়ে এখনই মন্তব্য নয়’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন থেকে দেশে ফেরার সম্ভাবনা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘একজন মামলার ভয়ে বিদেশে বসে আছেন অনেক দিন, অনেক বছর তো হয়ে গেল। আরেকজন সেই টেমস নদীর পাড়ে গেলেন। উনি যাচ্ছেন, এটা নিয়ে আমাদের আপত্তি বা মন্তব্য নেই। আমাদের দেখতে হবে, উনি ফিরে আসেন কিনা।’ এদিকে, নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপ সম্পর্কে এখনই মন্তব্য না করার কথা জানিয়ে ওবায়দুল কাদের বলেছেন, রোডম্যাপ বাস্তবায়নের প্রক্রিয়া ও অগ্রগতি দেখে এ বিষয়ে মন্তব্য করবে আওয়ামী লীগ। গতকাল সোমবার সচিবালয়ে ‘নিরাপদ সড়ক চাই’র (নিসচা) কেন্দ্রীয় কমিটির সঙ্গে এক বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

রোডম্যাপ সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে ওবায়দুল কাদের বলেন, ‘এ ব্যাপারে এই মুহূর্তে আওয়ামী লীগের যে বক্তব্য, সেটা হচ্ছে এই রোডম্যাপটি বাস্তবায়নের অগ্রগতি দেখে আমরা কথা বলব।’

তিনি বলেন, ‘তারা যা বলেছেন তা রোডম্যাপ; আমরা বাস্তবায়নের প্রক্রিয়াটা দেখতে চাই।’

বিএনপির সমালোচনার মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অংশগ্রহণমূলক ও প্রভাবমুক্ত করার লক্ষ্যে দেড় বছরের কর্মপরিকল্পনা গত রোববার প্রকাশ করেছে কেএম নূরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এই রোডম্যাপে একাদশ সংসদ নির্বাচন নিয়ে চলমান সংকটের সমাধান হবে না বলে মনে করে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোনো আলোচনা না করে এই রোডম্যাপ দিয়ে সমস্যার সমাধান হবে না।

ওবায়দুল কাদের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং তার ছেলে তারেক রহমানকে ইঙ্গিত করে বলেন, ‘একজন মামলার ভয়ে বিদেশ থেকে আসেন না। কতদিন হয়ে গেল, তিনি আর আসেন না। আরেকজন আবার টেমস নদীর পাড়ে গেলেন। উনি যাচ্ছেন, আমাদের এই ব্যাপারে আপত্তি বা মন্তব্য থাকার কথা নয়।’

খালেদা জিয়া নাও ফিরতে পারেন- এমন জনশ্রুতি রয়েছে উল্লেখ করে কাদের বলেন, ‘গত শনিবার থেকে ফেসবুকে দেখছি, টুইটারে দেখছি তার স্ট্যাটাস। এত বেশি সময়ের জন্য একটি বড় দলের চেয়ারপারসন বিদেশে যাচ্ছে, এখন জনশ্রুতি হচ্ছে- তিনি কি মামলার ভয়ে পালিয়ে গেলেন, তিনি কি মামলার ভয়ে ফিরে আসবেন না। মামলায় ১৫০ বার আদালতে সময় চাওয়ার পর এই সন্দেহটা ঘনীভূত হচ্ছে, জনগণের মধ্যে এই গুঞ্জনটা শাখা-প্রশাখা বিস্তার করছে।’

দেশে ফেরার পর খালেদা জিয়া নির্বাচনী রোডম্যাপ বা সহায়ক সরকার গঠনের ব্যাপারে ঘোষণা দিতে পারেন বলে শোনা যাচ্ছে। এ বিষয়ে কাদের বলেন, ‘শেখ হাসিনার মতো ওই ওয়ান/ইলেভেনের সময় সাহস করে তিনি ফিরে আসবেন কিনা, মামলার ভয়ে সময় আবার বর্ধিত হবে কিনা, ফিরে আসার বিষয়টা কেবল সময়ই বলে দেবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist