মনিরুল ইসলাম

  ৩০ নভেম্বর, ২০২২

‘মেসি বলে ডাকলে রাগ করতাম’

সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের গর্বিত সদস্য তহুরা খাতুন। ফুটবলই তার ধ্যানজ্ঞান। এক সময় এলাকার সবাই তাকে মেসি বলে ডাকতেন। এজন্য তখন তিনি খুব রাগ করতেন। অবশ্য এখন তিনি আরো উপভোগ করেন। কেননা তিনি এখন সেই মেসির দল আর্জেন্টিনাকে সমর্থন করেন। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা এ মুহূর্তে খাদের কিনারায় দাঁড়িয়েছে। শেষ ষোলোতে খেলা নিয়ে আছে শঙ্কা। তবুও এই নারী ফুটবলার আত্মবিশ্বাসী দলকে নিয়ে। তিনি মনের করেন, আলবেসিলেস্তারা ঘুরে দাঁড়াবে। তার সাক্ষাৎকার নিয়েছেন মনিরুল ইসলাম-

প্রশ্ন : ছোটবেলায় এলাকার সবাই যখন মেসি বলে সম্বোধন করত তখন আপনি রাগ করতেন কেন?

তহুরা খাতুন : জি, আমি তখন রেগেমেগে একাকার হয়ে যেতাম। আমি মেসিকে চিনতাম না। সেজন্য এমন রাগ হতো। যখন মেসিকে চিনতে শুরু করেছি তখন ভালো লাগত। কারণ মেসির মতো এমন বিশ্ববিখ্যাত ফুটবলারের সঙ্গে আমাকে তুলনা করে। স্মিত হাসি...

প্রশ্ন : আর্জেন্টিনা সমর্থন করেন কি মেসির জন্য?

তহুরা খাতুন : মেসির খেলার মাঝে জাদু আছে। আমি তার জাদুকরী ফুটবল খেলা দেখে এই দলটির প্রতি ভালোবাসা বেড়ে গেছে। তাই আজ আমি একজন পাঁড় সমর্থক আর্জেন্টিনার।

প্রশ্ন : আপনার পরিবারের বাকিরা কোন দলের সমর্থন করেন?

তহুরা খাতুন : আমার বাবা-মা সবাই আর্জেন্টিনার সমর্থক।

প্রশ্ন : প্রিয় দলের জার্সি কিনেছেন?

তহুরা খাতুন : জি, কিনেছি।

প্রশ্ন : সতীর্থদের সঙ্গে বিশ্বকাপ ফুটবল নিয়ে তর্কবির্তকে জড়ান?

তহুরা খাতুন : আমরা একজন আরেকজনকে তাতিয়ে দিই। বিশেষ করি, সৌদি আরবের সঙ্গে হারার পর খোঁচাখুঁচি করেছে অনেকেই। তবে, এটাই সৌন্দর্য ফুটবলের। বাড়তি রং।

প্রশ্ন : কাদের সঙ্গে আপনার তর্ক, খুনসুটি হয়?

তহুরা খাতুন : সবার সঙ্গে কমবেশি খুনসুটি হয়। তবে উপভোগ করি। রাগারাগি হয় না কোনো।

প্রশ্ন : এ বিশ্বকাপে আর্জেন্টিনার অবস্থা নিভু নিভু। পারবে শেষ ষোলে উঠতে?

তহুরা খাতুন : আশাবাদী ঘুরে দাঁড়াবে।

প্রশ্ন : যদি আর্জেন্টিনা ফাইনালে উঠে তাহলে প্রতিপক্ষে হিসেবে কোন দলকে চাইবেন?

তহুরা খাতুন : যে দলই প্রতিপক্ষ হোক- হাড্ডাহাড্ডি লড়াই চাই।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close