নিজস্ব প্রতিবেদক

  ২৪ জানুয়ারি, ২০২২

ময়লার গাড়ির ধাক্কায় এবার মৃত্যু পরিচ্ছন্নতাকর্মীর

রাজধানীর মহাখালীতে ময়লার গাড়ির ধাক্কায় উত্তর সিটি করপোরেশনের এক নারী পরিচ্ছন্নকর্মীর মৃত্যু হয়েছে। গত শনিবার রাত পৌনে ২টার দিকে শাহীন কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গতকাল রবিবার তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) শহীদুল আলম জানান, রাতে জাহাঙ্গীর গেটের দিকে মহাখালী ফ্লাইওভারের মুখে রাস্তায় ঝাড়ু দিচ্ছিলেন শিখা রানী। সেসময় ফ্লাইওভার দিয়ে আসা একটি সাদা রঙের ময়লার গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। আইনি প্রক্রিয়া শেষে লাশ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শহীদুল আলম বলেন, দুর্ঘটনার পর ময়লার গাড়িটি পালিয়ে যায়। গাড়িটি শনাক্ত করতে পুলিশ তদন্তে নেমেছে। সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করা হচ্ছে।

জানা গেছে, নিহত শিখা রানী ঘরামীর (৪০) বাড়ি বরিশালের বানারীপাড়ায়। এক ছেলে এক মেয়ের জননী তিনি। তার স্বামীর নাম সীতিশ ঘরামী।

এর আগেও দুই সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় রাজধানীতে শিক্ষার্থী-সাংবাদিকসহ বেশ কয়েকজন নিহত হন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close