নিজস্ব প্রতিবেদক

  ১৩ অক্টোবর, ২০২১

মৃত্যু আরো ১৪ শনাক্ত ৫৪৩

দেশে করোনাভাইরাসে একদিনে আরো ১৪ জনের মৃত্যু হয়েছে, আর সংক্রমণ ধরা পড়েছে ৫৪৩ জনের মধ্যে। সব মিলিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগী দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৩ হাজার ৫০১ জনে। তাদের মধ্যে ২৭ হাজার ৭১৩ জনের মৃত্যু হয়েছে।

গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সবশেষ ২৪ ঘণ্টায় মোট ২৩ হাজার ১৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ৩৫। আগের দিন এ হার ছিল ২ দশমিক ৫৮। আর সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৫ হাজার ১৬৮ জন। সবশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭০১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরো জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৪ জনের মধ্যে ১০ জন পুরুষ ও চারজন নারী। গত একদিনে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকা বিভাগের ছয়জন বাদে চট্টগ্রাম বিভাগের চার, খুলনা বিভাগের দুই, বরিশাল বিভাগের এক এবং রংপুরের বাসিন্দা ছিলেন একজন। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ১০ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি। একজনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, দুজনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে এবং একজনের বয়স ছিল ১০ বছরের কম। তাদের মধ্যে ১২ জন সরকারি হাসপাতালে এবং একজন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন মারা গেছেন। বাড়িতে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close