নিজস্ব প্রতিবেদক

  ২৫ জানুয়ারি, ২০২১

অ্যান্টিবডি পরীক্ষার অনুমতি

দীর্ঘ বিতর্কের পর নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) অ্যান্টিবডি পরীক্ষার অনুমতি দিয়েছে সরকার। কোনো ব্যক্তির শরীরে করোনাভাইরাসের অ্যান্টিবডি তৈরি হয়েছে কি না, তা জানতে কিটের মাধ্যমে পরীক্ষা করা হয়। এ বিষয়ে সরকারি সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী গতকাল রবিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের বলেছেন, ‘অনেক দিনের দাবি ছিল অ্যান্টিবডি টেস্টের অনুমতি দেওয়ার। এখন এটা চালু করার অনুমতি দিয়ে দিয়েছি। আজ আপনাদের যখন বললাম, তখন থেকেই এটা চালু হয়ে গেল।’

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, ‘এ পর্যন্ত ২০ লাখ ভ্যাকসিন বাংলাদেশ পেয়েছে। আজ সোমবার আরো ৫০ লাখ টিকা আসবে বলে আশা করা যাচ্ছে। টিকা দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার।’

কোভিড অ্যান্টিবডি হচ্ছে ছোট ইমিউনোগ্লোব্যুলিন (রসসঁহড়মষড়নঁষরহ বা রম) প্রোটিন, যা যেকোনো ইনফেকশন প্রতিরোধে তৈরি হয় শরীরে। কোভিড ঢুকলে শরীর এই অ্যান্টিবডি তৈরি করে পাঁচ থেকে সাত দিনের মধ্যে। দুই ধরনের অ্যান্টিবডি হয়, যেমন রমএ ও রমগ। রমগ অ্যান্টিবডি তৈরি হয় কিছুদিনের মধ্যেই। আর রমএ তৈরি হয় সাধারণত অনেক পরে, যার উপস্থিতির অর্থ হচ্ছে এই রোগের প্রতিরক্ষা তৈরি হয়েছে শরীরে। শুধু রমগ থাকলে বা দুটিই থাকলে মনে করা হয় যে সংশ্লিষ্ট রোগটির সংক্রমণের আশঙ্কা রয়েছে। আর শুধু রমএ থাকলে ধরে নেওয়া হয়, ইনফেকশন চলে গেছে এবং এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close