নিজস্ব প্রতিবেদক

  ১০ ডিসেম্বর, ২০১৮

তিন আসনে নৌকা পাঁচটিতে মশালে ভোট করবে জাসদ

হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) তিনটি আসনে নৌকা ও পাঁচটি আসনে দলীয় প্রতীক মশাল নিয়ে ভোট করবে। এছাড়া দলটির ৩৭ জন প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। গতকাল রোববার এ বিষয়ে হাসানুল হক ইনু স্বাক্ষরিত তিনটি পৃথক চিঠি দলের সহ-দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন নির্বাচন কমিশনে জমা দিয়েছেন। একটি চিঠিতে বলা হয়েছে, দশম সংসদের মতো একাদশ সংসদেও জাসদ জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিচ্ছে। এরই অংশ হিসেবে ১৪ দলীয় নির্বাচনী মহাজোট মনোনীত আওয়ামী লীগের জন্য সংরক্ষিত নৌকা প্রতীক নিয়ে তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে জাসদ। নৌকা প্রতীক নিয়ে জাসদের যেসব প্রার্থী ভোট করবেন তারা হলেন কুষ্টিয়া-২ হাসানুল হক ইনু, ফেনী-১ শিরীন আখতার ও বগুড়া-৪ এ কে এম রেজাউল করিম তানসেন।

অন্য চিঠিতে বলা হয়েছে, জাসদের যেসব প্রার্থী দলীয় প্রতীক মশাল নিয়ে যারা ভোট করবেন তারা হলেন ব্রাহ্মণাবাড়িয়া-৫ অ্যাডভোকেট শাহ জিকরুল আহমেদ, গাইবান্ধা-৩ এস এম খাদেমুল ইসলাম খুদি, ময়মনসিংহ-৬ সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, রংপুর-২ কুমারেশ চন্দ্র রায় ও বরিশাল-৬ মো. মোহসীন। নির্বাচন কমিশন সচিবকে লেখা পৃথক চিঠিতে এই বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়। এসব চিঠির অনুলিপি সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের কাছেও পাঠানো হয়েছে।

এছাড়া যাদের মনোনয়ন প্রত্যাহার করা হয়েছে তারা হলেন লালমনিরহাট-১ আসনে মো. ছাদেকুল ইসলাম, লালমনিরহাট-২ আসনে উত্তম কুমার রায়, রংপুর-৩ সাখাওয়াত হোসেন রাঙ্গা, জয়পুরহাট-২ আবুল খায়ের মো. শাখাওয়াত হোসেন, বগুড়া-১ অ্যাডভোকেট মো. হাসান আকবর আফজাল, বগুড়া-৩ অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, বগুড়া-৫ রাসেল মাহমুদ, বগুড়া-৬ ইমদাদুল হক ইমদাদ, চাঁপাইনবাবগঞ্জ-৩ মো. মনিরুজ্জামান, নওগাঁ-৫ এস এম আজাদ হোসেন মুরাদ, নাটোর-১ মো. মোয়াজ্জেম হোসেন, সিরাজগঞ্জ-৬ মো. শফিকুজ্জামান শফি, পাবনা-২ মো. রেজাউর রহিম, কুষ্টিয়া-১ শরিফুল কবির স্বপন, কুষ্টিয়া-৪ রোকনুজ্জামান রোকন, চুয়াডাঙ্গা-১ মো. সবেদ আলী, যশোর-৩ অ্যাডভোকেট রবিউল আলম, সাতক্ষীরা-১ শেখ মো. ওবায়দুস সুলতান বাবলু, পটুয়াখালী-৪ বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, টাঙ্গাইল-৪ আসনে ডা. এস এম আবু মোস্তফা, টাঙ্গাইল-৬ আসনে সৈয়দ নাভেদ হোসেন, ময়মনসিংহ-৯ অ্যাডভোকেট গিয়াস উদ্দিন, কিশোরগঞ্জ-৩ শওকত আলী, মানিকগঞ্জ-১ আফজাল হোসেন খান জকি, ঢাকা-৪ অ্যাডভোকেট হাবিবুর রহমান শওকত, ঢাকা-৬ কাজী সালমা সুলতানা, গাজীপুর-৩ মো. জহিরুল হক ম-ল বাচ্চু, নরসিংদী-২ জায়েদুল কবির, রাজবাড়ী-২ আসনে সুশান্ত কুমার বিশ্বাস, শরীয়তপুর-২ অভিনেতা মো. ফিরোজ মিয়া, চাঁদপুর-৫ আসনে মো. মনির হোসেন মজুমদার, নোয়াখালী-১ ইঞ্জিনিয়ার মো. হারুন-অর-রশিদ, নোয়াখালী-৩ জয়নাল আবেদীন সরকার, চট্টগ্রাম-১০ মো. আনিসুর রহমান, চট্টগ্রাম-১১ জসিম উদ্দিন ও চট্টগ্রাম-১৪ মি. সুযশময় চৌধুরী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close