নিজস্ব প্রতিবেদক

  ০৮ ডিসেম্বর, ২০১৮

ন্যায়বিচারে মুুক্তি পাবেন খালেদা

জাফরুল্লাহ

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘৩০ ডিসেম্বর নির্বাচন হবে। ২ জানুয়ারি খালেদা জিয়া মুক্তি পাবেন। তবে তিনি মুক্ত হবেন ন্যায়বিচারের মাধ্যমে। কারো দয়ায় নয়।’ গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে জাতীয়তাবাদী চালক দল-এর উদ্যোগে ‘নির্বাচন ব্যর্থ ও প্রশ্নবিদ্ধ হলে গণতন্ত্রের কী হবে?’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘খালেদা জিয়ার প্রতি কোনো দয়া চাই না, মুক্তিও চাই না। তার প্রতি সুবিচার চাই। সুবিচার হলেই তিনি মুক্তি পাবেন।’ সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘যতই উন্নয়ন দেখিয়ে নির্বাচনকে কব্জা করার চেষ্টা করুন, আপনাদের সব পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে।’ তিনি বলেন, আজকে

দেশে এত উন্নয়ন হয়েছে, হাসিনার সম্পদ দ্বিগুণ হয়েছে, খালেদার পারসোনাল আয় অর্ধেকে নেমে এসেছে। এই তথ্য হাসিনা সরকারের নির্বাচন কমিশনের। সংগঠনের সভাপতি মো. জসিম উদ্দিন কবিরের সভাপতিত্বে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রফিকুল ইসলাম রিপন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close