শরীফুল রুকন, চট্টগ্রাম

  ১৮ জানুয়ারি, ২০১৮

পুলিশের দেওয়া অপরাধ তথ্যে অমিল : কোনটি সঠিক?

অপরাধ পরিস্থিতি মূল্যায়নে পুলিশের ওয়েবসাইটে নজর রাখে অনেকেই। এমন পরিস্থিতিতে অপরাধ তথ্যের ভিন্ন ভিন্ন পরিসংখ্যান জানাচ্ছে পুলিশের দুই ওয়েবসাইট। একই বিষয়ে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ওয়েবসাইটে এক রকম তথ্য, আবার পুলিশ সদর দফতরের ওয়েবসাইটে আরেক রকম তথ্য। গত সাত বছরের চট্টগ্রামের অপরাধ পরিসংখ্যান পর্যালোচনা করে এ চিত্র দেখা গেছে। বিষয়টি নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু করেছে চট্টগ্রামের পুলিশ।

পুলিশ সদর দফতরের ওয়েবসাইটে উল্লেখ আছে ২০১১ সালে সিএমপিতে ৪ হাজার ৬৩টি মামলা হয়েছে। অথচ সিএমপির ওয়েবসাইটে বলা হচ্ছে, ২০১১ সালে ৪ হাজার ১২৬টি মামলা হয়েছে। চট্টগ্রাম নগরে ২০১২ সালে ৪ হাজার ৬২০টি মামলা হয়েছে বলে সিএমপির ওয়েবসাইটে বলা হলেও পুলিশ সদর দফতরের ওয়েবসাইটে বলা হচ্ছে, এই সংখ্যা ৪ হাজার ৬৩টি। সদর দফতরের ওয়েবসাইট মতে, সিএমপিতে ২০১৩ সালে ৪ হাজার ৬৩টি মামলা হয়েছে বলা হয়েছে; তবে সিএমপির ওয়েবসাইটে বলা হচ্ছে ওই সময়ে চট্টগ্রাম নগরে ৪ হাজার ২৮৮টি মামলা রেকর্ড হয়।

এত অমিলের মধ্যে পুলিশের দুই ওয়েবসাইট অপরাধ পরিসংখ্যান বিষয়ে এক সালে এসে ‘একমত’ হয়েছে; সেটা হচ্ছেÑ ২০১৪ সালে ৫ হাজার ২৬৭টি মামলা হয়েছে সিএমপিতে। তবে ২০১৪ সালে হত্যা মামলার তথ্য প্রকাশ করতে গিয়ে দুই ওয়েবসাইটের মধ্যে আবারও অমিল। সিএমপির ওয়েবসাইটে বলা হচ্ছে ২০১৪ সালে খুনের ঘটনায় ১১৮টি মামলা হয়েছে; অন্যদিকে সদর দফতরের ওয়েবসাইট জানাচ্ছে, ওই বছর সিএমপিতে ১২০টি খুনের মামলা হয়েছে। এদিকে পুলিশের দুই ওয়েবসাইট ‘একমত’ হয়ে জানিয়েছে, ২০১৫ সালে সিএমপিতে মোট মামলা হয়েছে ৪ হাজার ৮৬২টি। তবে পুলিশ সদর দফতরের ওয়েবসাইটে আছে ২০১৫ সালে ১০৫টি খুনের মামলা হয়েছে। অন্যদিকে সিএমপির ওয়েবসাইটে উল্লেখ আছে ২০১৫ সালে খুনের ঘটনায় মামলা হয়েছে ১১৩টি। ২০১৬ সালে সিএমপিতে ১ হাজার ৬৪৯টি মামলা হয়েছে বলে উল্লেখ করেছে সদর দফতরের ওয়েবসাইট। কিন্তু সিএমপি তাদের ওয়েবসাইটে তথ্য দিয়ে রেখেছে ওই বছর চট্টগ্রাম নগরের ১৬ থানায় ৬ হাজার ১৯০টি মামলা হয়েছে! ২০১৬ সালে খুনের ঘটনায় ৯০টি মামলা হয়েছে বলে সিএমপি তথ্য দিলেও সদর দফতর বলছে, একই সময়ে খুনের মামলা হয়েছে মাত্র ২১টি!

৮ জানুয়ারি পুলিশ সদর দফতরের ওয়েবসাইটে গিয়ে জানা গেছে, ২০১৭ সালে সিএমপিতে ৬৬টি খুনের মামলা হয়েছে। গতকাল বুধবার একই ওয়েবসাইটে গিয়ে দেখা গেল, ২০১৭ সালে খুনের মামলা ৭০টি দেখানো হয়েছে। অন্যদিকে ২০১৭ সালে কী পরিমাণ মামলা হয়েছে তার সম্পূর্ণ তথ্য সিএমপির ওয়েবসাইটে দেওয়া হয়নি। এ বিষয়ে তথ্য নিতে গত ৩ জানুয়ারি সিএমপির সহকারী কমিশনার (অপরাধ) আবদুল মাবুদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন। পরে সহকারী কমিশনার (আইসিটি ও পিআর) অলক বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অতিরিক্ত কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের শরণাপন্ন হন। ইতিবাচক নির্দেশনা পেয়ে অপরাধ শাখার সংশ্লিষ্ট কর্মকর্তাকে ডেকে এনে তথ্য দিতে নির্দেশনা দেন অলক বিশ্বাস। এরপরও কাজের চাপের অজুহাত তুলে অপরাধ শাখার প্রধান সহকারী তথ্য দিতে আরো সময় চান।

অপরাধ পরিসংখ্যানে গরমিলের ব্যাপারে জানতে চাইলে বুধবার সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) সালেহ মোহাম্মদ তানভীর বলেন, ‘এইমাত্র আমি এ বিষয়ে অবগত হলাম। হয়তো পুলিশ সদর দফতর তথ্যজনিত ভুল করেছে, নয়তো আমরা ভুল করেছি। এখন এ অভিযোগের বিষয়ে তদন্ত করব আমরা।’

জানতে চাইলে পুলিশ সদর দফতরের মুখপাত্র ডিআইজি (মিডিয়া) আবদুল আলিম মাহমুদ বলেন, ‘অপরাধের পরিসংখ্যান তো সব জায়গায় এক হওয়ার কথা। এখন দুই ধরনের তথ্য কেন এসেছে, আমি বুঝতে পারছি না। এ বিষয়ে আমি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলব।’

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি রতন কুমার রায় বলেন, ‘অপরাধের পরিসংখ্যান ঠিকমতো ওঠে না আসা দুর্ভাগ্যজনক। পুলিশ সদর দফতরের ওয়েবসাইটে তুলনামূলক মামলা কম দেখানো ও তথ্যের গরমিলের অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা উচিত। এক্ষেত্রে কিছু তথ্যজনিত ভুল হতে পারে, আবার অপরাধ কম দেখানোর কৌশলও থাকতে পারে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist