চট্টগ্রাম ব্যুরো

  ০৭ জানুয়ারি, ২০১৮

ওসি-এএসআই হাতাহাতি!

চট্টগ্রামের ফটিকছড়ি থানার ওসি জাকের হোসাইন মাহমুদ ও এএসআই মো. সাহাবুদ্দিনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাত ১০টার দিকে বিশেষ অভিযান পরিচালনা নিয়ে থানায় বৈঠক চলাকালে বাকবিত-ার এক পর্যায়ে এই ঘটনা ঘটে। তবে হাতাহাতির বিষয়টি অস্বীকার করেছেন পুলিশ কর্মকর্তারা।

এ ঘটনা জানাজানি হওয়ার পর গতকাল শনিবার ফটিকছড়ি থানা পরিদর্শন করেছেন হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ। তিনি বলেন, ‘থানা অভ্যন্তরে একটি সভা চলাকালে ওসির সঙ্গে এএসআইয়ের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। পরে থানার অন্য অফিসাররা এসে তাদের শান্ত করে।’ তিনি বলেন, ‘তাদের বেশ ভালোই বাক্য বিনিময় হয়েছে। তবে কোনো হাতাহাতির ঘটনা ঘটেনি। সাহাবুদ্দিনকে থানা থেকে বদলি করা হয়েছে।’

সূত্রমতে, পুলিশ সুপারের নির্দেশে এএসআই সাহাবুদ্দিনকে বদলি করা হয়। বিষয়টি নিয়ে ওসি জাকের হোসাইন মাহমুদকে দায়ী করে তার সঙ্গে এএসআই মো. সাহাবুদ্দিন বাকবিত-ায় জড়িয়ে পড়েন।

এ ব্যাপারে ওসি জাকের হোসাইন মাহমুদ বলেন, ‘পুলিশ সুপার স্যারের অফিস থেকে সাহাবুদ্দিনকে বদলি করা হয়েছে। কিন্তু তিনি যেতে চাচ্ছেন না। হা-হুতাশ, কান্নাকাটি শুরু করে দিয়েছেন। আমার কাছে কান্নাকাটি করে তো কোনো লাভ নেই, বদলি তো আমি করিনি।’ হাতাহাতির বিষয়ে ওসি বলেন, তেমন কিছু তো হয়নি। সামান্য কথা কাটাকাটি হয়েছে।

উল্লেখ্য, কনস্টেবল থেকে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পদে পদোন্নতি পাওয়া মো. সাহাবুদ্দিন প্রায় পাঁচ মাস আগে ফটিকছড়ি থানায় যোগ দেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist