বিনোদন প্রতিবেদক

  ১৮ মার্চ, ২০২৩

বনবিভাগ নিয়ে আমিরুল হাছানের গান

কবি ও গীতিকার আমিরুল হাছানের কথায় বরেণ্য সুরকার নাজির মাহমুদের সুর সংগীতে আসছে ‘হে অরণ্য তুমি অনন্য’ শিরোনামের একটি গান। কণ্ঠ দিয়েছেন শিল্পী কাজী সায়ক ও স্বরলিপি।

কবি ও গীতিকার আমিরুল হাছান বলেন, গানটি থিম সংয়ের ধারায় লেখা। বনবিভাগকে নিয়ে এর আগে এ ধরনের গান হয়নি এবং সুরও চমৎকার করেছেন নাজির মাহমুদ। অত্যন্ত দরদ দিয়ে গানটি গেয়েছেন কাজী সায়ক ও স্বরলিপি। আশা করি, এ গানে বনবিভাগের সবুজ বন বনায়নের উন্নয়নের কথা অনেকটাই স্পষ্ট হয়ে সুরে সুরে ভাসবে।

গানটি শিগগির গান-কবিতার ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে জানান আমিরুল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close