বিনোদন প্রতিবেদক

  ২৪ নভেম্বর, ২০২১

শুরু হচ্ছে আগামীর তারকা সিজন-২

‘লকডাউনে ঘরবন্দি জীবনে মেতে উঠুন সুপ্ত প্রতিভা বিকাশে’- এ স্লোগান সামনে রেখে এটিএন বাংলা আয়োজন করেছিল দক্ষিণ এশিয়ার দেশগুলো নিয়ে সাউথ এশিয়ান ডান্স কম্পিটিশন এবং দুই বাংলার যৌথ আয়োজনে আগামীর তারকা-২০২০। অভিনয় ও সংগীতবিষয়ক প্রতিযোগিতা শেষ করে আবারও শুরু হতে যাচ্ছে আগামীর তারকা-২০২১, সিজন-২। যার ঘোষণা করেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। আনুষ্ঠানিক ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগামীর তারকা-২০২১ অনুষ্ঠানের সংগীত বিভাগের বিচারক ফাতেমাতুজ জহুরা, মানাম আহমেদ, আখি আলমগীর ও এস আই সুমন এবং নৃত্য বিভাগের বিচারক নিলুফার ওয়াহিদ পাপড়ি, মুনমুন আহমেদ ও সোহেল রহমান। পুরো অনুষ্ঠানটির উপস্থাপনায় থাকবেন শ্রাবন্য তৌহিদা।

উল্লেখ্য আগামীর তারকা-২০২১ প্রতিযোগিতায় ১২ থেকে ৩০ বছর বয়স ক্যাটাগরিতে এ বছর নৃত্য ও সংগীত নিয়ে বাছাই পর্ব শুরু হবে আগামী ২০ ডিসেম্বর ২০২১ থেকে। দেশের আটটি বিভাগীয় শহরে চলবে বাছাই পর্ব। অনলাইন https://atnlifestyle.com/agamir-taroka ও ই-মেইল [email protected] এর মাধ্যমে দুটি করে নৃত্যের অথবা দুটি করে সংগীত এর ভিডিওসহ পূর্ণ জীবনবৃত্তান্ত পাঠিয়ে রেজিস্ট্রেশন করা যাবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close