বিনোদন প্রতিবেদক

  ০২ ফেব্রুয়ারি, ২০২১

শিশু চলচ্চিত্র উৎসবে ‘আলোকবর্ষ দূরে’

চতুর্থ সিলেট চলচ্চিত্র উৎসবে দুটি পুরস্কার অর্জনের পর ১৪তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব-২০২১-এ প্রদর্শিত হতে যাচ্ছে রহমতুল্লাহ তুহিনের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলোকবর্ষ দূরে’। শনিবার বিকালে শাহবাগের কেন্দ্রীয় সরকারি গণগ্রন্থাগার চত্বরে চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশ আয়োজিত ১৪তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব বাংলাদেশ ২০২১-এর উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। এবারের আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে ৩৭ দেশের ১৭৯টি চলচ্চিত্র অংশগ্রহণ করছে। আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত তিনটি ভেন্যুতে চলবে এ উৎসব। আজ শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে প্রদর্শিত হবে রহমতুল্লাহ তুহিনের ‘আলোকবর্ষ দূরে’ স্বল্পদৈর্ঘ্যটি। একজন মা এবং প্রবাসে পড়ুয়া সন্তানের গল্প নিয়ে নির্মিত এই চলচ্চিত্রের মূল চরিত্রে অভিনয় করেছেন ওয়াহিদা মল্লিক জলি। এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য চতুর্থ সিলেট চলচ্চিত্র উৎসব-২০২০ সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন এ অভিনেত্রী। ওয়াহিদা মল্লিক জলি বলেন, রহমতুল্লাহ তুহিন একজন অত্যন্ত গুণী নির্মাতা। তার পরিচালনায় অভিনয় করতে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি। এই পুরস্কারের সেও একজন ভাগিদার। ‘আলোকবর্ষ দূরে’ চলচ্চিত্রের প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছিল ১৮তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবং এই চলচ্চিত্র জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯-এ অংশগ্রহণ করে। নির্মাতা রহমতুল্লাহ্ তুহিন ১৩তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দি ব্যান্ড নিউ ফ্রেন্ডশিপ’ নিয়ে অংশগ্রহণ করেছিলেন। এ চলচ্চিত্রটি পিস ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৯-এ স্ট্যান্ডার্ড অ্যাওয়ার্ড অর্জন করে এবং রাশিয়ার ‘জিরো প্লাস’ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close