বিনোদন প্রতিবেদক

  ১৫ নভেম্বর, ২০১৮

জানুয়ারিতে পরিচালক সমিতির নির্বাচন

পূর্ব ঘোষণা অনুযায়ী ডিসেম্বরের শেষ শুক্রবার নির্বাচন হওয়ার কথা থাকলেও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কারণে পিছিয়ে গেল বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন। পরিবর্তিত তারিখ আগামী বছরের ২৫ জানুয়ারি। বিষয়টি জানিয়েছেন সমিতির মহাসচিব বদিউল আলম খোকন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের গঠনতন্ত্র অনুযায়ী এক বছর পরপর ডিসেম্বরের শেষ শুক্রবার পরিচালক সমিতির নির্বাচন হয়। আমরা সব সময় তা পালন করে আসছি। কিন্তু এবার তা পেছাতে হচ্ছে। ডিসেম্বরে নির্বাচনটি হচ্ছে না। সে ক্ষেত্রে আমরা জানুয়ারিতে নির্বাচন করব।’ খোকন আরো বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনের সময় কেপিআইভুক্ত এলাকায় কোনো পেশাজীবী সংগঠনের নির্বাচন হওয়ার নিয়ম নেই। তা ছাড়া সংসদ নির্বাচন নিয়ে সারা দেশের মতোই চলচ্চিত্র পরিচালক, শিল্পী ও কলাকুশলীরা ব্যস্ত থাকবেন। তাই আমরা কার্যনির্বাহী পরিষদের সঙ্গে কথা বলে নির্বাচন পিছিয়ে দিচ্ছি।’ ২০১৬ সালের ৩০ ডিসেম্বর এফডিসিতে অনুষ্ঠিত হয় চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন। তিনটি প্যানেল এই নির্বাচনে অংশ নেয় আমজাদ হোসেন-জাকির হোসেন রাজু, মুশফিকুর রহমান গুলজার-বদিউল আলম খোকন ও সোহানুর রহমান সোহান-রায়হান মুজিব প্যানেল। এর মধ্যে মুশফিকুর রহমান গুলজার সভাপতি ও বদিউল আলম খোকন মহাসচিব পদে নির্বাচিত হন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close