চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ‘মেকানিক্স অলিম্পিয়াড’ ৩ আগস্ট অনুষ্ঠিত হয়েছে। এবারের মেকানিক্স অলিম্পিয়াডের প্রতিপাদ্য বিষয় ‘টেকসই উন্নয়নের জন্য পুরকৌশল’। সিভিল ইঞ্জিনিয়ারিং (পুরকৌশল) বিভাগের ৪৩তম ব্যাচের বিদায় উপলক্ষে এ উৎসবের আয়োজন করা হয়। চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম পুরকৌশল ভবনে আয়োজিত এই উৎসবের উদ্বোধন করেন। এবারের ‘মেকানিক্স অলিম্পিয়াড’ প্রতিযোগিতায় মোট চারটি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০০ প্রতিযোগী অংশ নেয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন, প্রথম রানারআপ ও দ্বিতীয় রানারআপকে সনদপত্র ও নগদ প্রাইজমানি প্রদান করা হয়। দিনব্যাপী এ আয়োজনের টাইটেল স্পন্সর ছিল রয়েল সিমেন্ট লিমিটেড।

  ২১ আগস্ট, ২০১৭

চুয়েটে ‘মেকানিক্স অলিম্পিয়াড’

এ সময় উপস্থিত ছিলেন চুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মোজাম্মেল হক, পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হযরত আলী, পুরকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. আবদুর রহমান ভূঁইয়া, বেপজার সাবেক বোর্ড মেম্বার (প্রকৌশল) প্রকৌশলী এএএম জিয়া হোসেন, সিডিএর প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. জসীম উদ্দীন চৌধুরী ও ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist