reporterঅনলাইন ডেস্ক
  ২৯ মার্চ, ২০১৭

আইইউবিতে ‘কৃষিতে উদ্ভাবনীমূলক প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক সেমিনার

ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (আইইউবি) এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের উদ্যোগে ‘বাংলাদেশের কৃষিতে উদ্ভাবনীমূলক প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক সেমিনার গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়টির নিজস্ব ক্যাম্পাস বসুন্ধরায় অনুষ্ঠিত

হয়েছে। এতে মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন বেসরকারি সংস্থা প্র্যাকটিক্যাল অ্যাকশন, বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান। অনুষ্ঠানের শুরুতেই প্রধান বক্তার সংক্ষিপ্ত পরিচিতি প্রদান করেন এনভায়রনমেন্টাল সায়েন্স ও ম্যানেজমেন্ট অনুষদের ডিন ড. আব্দুল খালেক।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে উপ-উপাচার্য মিলান পাগন বাংলাদেশের মতো জনবহুল দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য কৃষিতে উদ্ভাবনীমূলক প্রযুক্তি ব্যবহারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। মূল আলোচনায় হাসিন জাহান বাংলাদেশের যেসব অঞ্চলে ফসল উৎপাদন হয় না বা খুব কম উৎপাদিত হয়, সেসব অঞ্চলে উদ্ভাবনীমূলক প্রযুক্তি এবং স্থানীয় অভিজ্ঞতার ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করেন। এই প্রেক্ষাপটে তিনি প্র্যাকটিক্যাল অ্যাকশন, বাংলাদেশের বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের অভিজ্ঞতা বর্ণনা করেন এবং চরাঞ্চলে মিষ্টিকুমড়া, উত্তরাঞ্চলে ভাসমান সবজি এবং দক্ষিণাঞ্চলে খাঁচায় মাছ ও সবজি চাষের কথা

উল্লেখ করেন।

আইইউবির প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রেসিডেন্ট ইমেরিটাস ড. এ মজিদ খান, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, সিনিয়র শিক্ষক ও কর্মকর্তা এবং আইইউবির শিক্ষার্থীরা ওই গুরুত্বপূর্ণ সেমিনারে উপস্থিত ছিলেন। সেমিনার শেষে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। সবশেষে এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. কে আয়াজ রাব্বানী সবাইকে ধন্যবাদ জানান।

সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist