reporterঅনলাইন ডেস্ক
  ২৪ নভেম্বর, ২০২১

গণ বিশ্ববিদ্যালয়ে টি-১০ ক্রিকেটে চ্যাম্পিয়ন ‘এক্স স্ট্রাইকার’

ফাইনাল খেলার মধ্যে দিয়ে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে শেষ হয়েছে ১১ দিনব্যাপী সিএসই টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট। এতে চ্যাম্পিয়ন হয়েছে সিএসই বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের দল ‘এক্স স্ট্রাইকার’। আর রানার্সআপ হয়েছে ৮ম সেমিস্টার ছাত্রদের দল ‘ঈগল যোদ্ধা’। গত ৭ নভেম্বর টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এরপর বুধবার (১৭ নভেম্বর) দুপুরে সমাপনী দিনে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২৫তম ব্যাচের উদ্যোগে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। সমাপনী পর্বে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ও সিএসই বিভাগের প্রধান অধ্যাপক মোহাম্মদ করম নেওয়াজ, রেজিস্ট্রার ড. এস. তাসাদ্দেক আহমেদ

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close