reporterঅনলাইন ডেস্ক
  ০৫ ফেব্রুয়ারি, ২০১৯

জবিতে কারিকুলাম ডেভেলপমেন্ট শীর্ষক ওয়ার্কশপ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে ‘কারিকুলাম ডেভেলপমেন্ট’ শীর্ষক ওয়ার্কশপ সম্পন্ন হয়েছে। ২২ জানুয়ারি মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের লেকচার থিয়েটার হলে এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সেলফ অ্যাসেসমেন্ট (এসএ) কমিটি এই ওয়ার্কশপের আয়োজন করে। এতে প্রধান বক্তা ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

সেলফ অ্যাসেসমেন্ট (এসএ) কমিটি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটি অব ইন্ডিয়ান ওশান স্টাডিজ এর সেক্রেটারি জেনারেল ও ভারতের দিল্লীর জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ড. বালাদাস ঘোষাল।

এ সময় আইকিউএসি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিচালক অধ্যাপক ড. কামরুল আলম খান, বিভিন্ন অনুষদের ডিন উপ?স্থিত ছিলেন। এ ওয়ার্কশপে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষকগণ অংশগ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close