reporterঅনলাইন ডেস্ক
  ২০ সেপ্টেম্বর, ২০১৮

ঢাবিতে ২৮তম নাজমা জেসমিন চৌধুরী স্মারক বক্তৃতা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটের প্রয়াত শিক্ষক ড. নাজমা জেসমিন চৌধুরী স্মরণে ২৮তম স্মারক বক্তৃতা গত ১২ সেপ্টেম্বর বুধবার ইনস্টিটিউটের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে ‘প্রাণ প্রকৃতি বাংলাদেশ’ শীর্ষক স্মারক বক্তৃতা দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আনু মোহাম্মদ। উপস্থিত ছিলেন ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরীসহ ইনস্টিটিউটের শিক্ষকরা। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. শিশির ভট্টাচার্য। অনুষ্ঠান সঞ্চালনা করেন আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক রূপা চক্রবর্তী। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভাপতির বক্তব্যে প্রয়াত শিক্ষক ড. নাজমা জেসমিন চৌধুরীর অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত অমায়িক ছিলেন বলে এখনো সবাই তাকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। এটিই একটি শিক্ষণীয় ব্যাপার। অধ্যাপক ড. আনু মোহাম্মদের স্মারক বক্তৃতার প্রশংসা করে উপাচার্য বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন অগ্রগতিতে এ ধরনের লেখাগুলোর গুরুত্ব আছে। ভিন্নমত চর্চা ও সহনশীল দৃষ্টিভঙ্গির চর্চা এই বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য। লেখনীর মাধ্যমে সমালোচনার পাশাপাশি ইতিবাচক দিকও তুলে ধরতে হবে। উপাচার্য নাজমা জেসমিন চৌধুরীর সৃজনশীল কর্ম থেকে সবাইকে মৌলিক শিক্ষা গ্রহণের আহ্বান জানান। স্মারক বক্তৃতায় অধ্যাপক আনু মোহাম্মদ একদিকে উন্নয়ন, অন্যদিকে প্রাণ প্রকৃতির বিপর্যয়সহ দারিদ্র্য ও বৈষম্যের জীবনচিত্র তুলে ধরেন তার বক্তৃতায়। বৈশ্বিক পুঁজিবাদে পিষ্ট সাধারণ মানুষের সমসাময়িক আন্দোলনের প্রসঙ্গেও আলোকপাত করেন তিনি। অধ্যাপক নাজমা জেসমিন চৌধুরী স্মরণে প্রতি বছরের মতো বিদেশি শিক্ষার্থীদের দিয়ে বাংলা রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে ইনস্টিটিউট। বিজয়ী হয়েছে এখানে বাংলা ভাষায় অধ্যয়নরত দক্ষিণ কোরিয়ার শিক্ষার্থী ‘সুজিন পা’। তিনি ‘পহেলা ফাল্গুন’ এ বাংলাদেশে তার অভিজ্ঞতা বাংলা ভাষায় বর্ণনা করেন। পরে উপাচার্য তাকে মেডেল পরিয়ে দেন ও সার্টিফিকেট প্রদান করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close