reporterঅনলাইন ডেস্ক
  ২৯ মে, ২০১৮

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে এনইউবিটির উপাচার্য ড. ইউসুফ

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (এনইউবিটি) খুলনার উপাচার্য ও নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আবদুল্লাহ দুই দিনের সফরে ভারত গমন করেছেন। এ সফরে তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সবুজ কলি সেন তাকে অভ্যর্থনা জানান। ২৬ মে শনিবার আসানসোলে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনেও তিনি যোগ দেন। উল্লেখ্য, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে গেস্ট অব অনার হিসেবে যোগ দেন। ভারতের প্রধানমন্ত্রী ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের আচার্য নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই সমাবর্তনে উপস্থিত ছিলেন। নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনার সঙ্গে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের একটি সমঝোতা চুক্তি রয়েছে। এই চুক্তির আওতায় উভয় বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা, শিক্ষক ও শিক্ষার্থী প্রশিক্ষণ, যৌথ শিক্ষা সেমিনার বাস্তবায়নসহ নানাবিধ কার্যক্রম পরিচালনা করে থাকে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist