reporterঅনলাইন ডেস্ক
  ১০ জানুয়ারি, ২০১৮

শিক্ষার্থীদের অফিসিয়াল ই-মেইল আইডি প্রদান

শিক্ষা কার্যক্রমকে অটোমেশনের আওতায় আনা হচ্ছে : চুয়েট ভিসি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির (আইআইসিটি) সহযোগিতায় শিক্ষার্থীদের মধ্যে অফিসিয়াল ই-মেইল আইডি প্রদান শুরু হয়েছে। প্রথম পর্যায়ে বর্তমান ১৩ ব্যাচ থেকে ১৬ ব্যাচের প্রায় ২ হাজার ৭০০ শিক্ষার্থীকে ই-মেইল আইডি ও সাময়িক পাসওয়ার্ড দেওয়া হয়েছে।

গত ৩ জানুয়ারি বুধবার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আইআইসিটির অধ্যাপক ড. সাইফুল ইসলাম, বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার এবং চুয়েট প্রাক্তন ছাত্র সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী খান আতাউর রহমান সান্টু, বিশ্ববিদ্যালয়ের আইআইসিটির পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক, যন্ত্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. জামাল উদ্দীন আহম্মদ, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. শেখ মো. হুমায়ুন কবির, উপ-ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. জি এম সাদিকুল ইসলাম, সুফিয়া কামাল হলের প্রভোস্ট অধ্যাপক ড. রিয়াজ আকতার মল্লিক প্রমুখ।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চুয়েট ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, ‘চুয়েটের সামগ্রিক শিক্ষাকার্যক্রমকে অটোমেশনের আওতায় আনার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রত্যেক শিক্ষার্থীদের মধ্যে অফিসিয়াল ই-মেইল আইডি প্রদান সেই কার্যক্রমের একটি প্রাথমিক পদক্ষেপ। বর্তমান প্রশাসন শিক্ষার্থীদের ডিজিটাল সুবিধার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমরা ইতোমধ্যে ব্রডব্যান্ড ইন্টারনেট সুবিধার জন্যও কাজ করছি। আশা করছি শিগগিরই শিক্ষার্থীরা এর সুফল পাবেন। এ সময় তিনি ওই কার্যক্রমের সঙ্গে জড়িত আইআইসিটি পরিবারকে ধন্যবাদ জানান। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist