প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৬ এপ্রিল, ২০২৪

ভূমিকম্পে কেঁপে উঠল পাপুয়া নিউগিনি

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে পাপুয়া নিউগিনি। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৫। স্থানীয় সময় সোমবার সকালে পাপুয়া নিউগিনির উত্তরাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ওই ভূমিকম্প থেকে সুনামি আঘাত হানার কোনো ঝুঁকি নেই। খবর এএফপির।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ আরো জানিয়েছে, স্থানীয় সময় গতকাল সোমবার সকাল ৬টা ৫৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল নিউ ব্রিটেনের কিম্বে দ্বীপ থেকে প্রায় ১১০ কিলোমিটার (৬৮ মাইল) পূর্ব-দক্ষিণপূর্বাঞ্চলে। ভূমিকম্পটির গভীরতা ছিল ৬৪ কিলোমিটার।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র এক বিবৃতিতে জানিয়েছে, ভূমিকম্পটি থেকে সুনামি আঘাত হানার কোনো হুমকি নেই। এ ছাড়া এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতিরও খবর পাওয়া যায়নি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close