প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৯ এপ্রিল, ২০২৪

ত্বকের ক্যানসারের টিকা দেখাচ্ছে আশার আলো

চিকিৎসকরা বিশ্ব জুড়ে ১ হাজারের বেশি রোগীর ওপর মেলানোমা নামে ত্বকের এক ধরনের ক্যানসারের একটি টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু করেছেন। ক্যান্সারকে স্থায়ীভাবে নিরাময়ে এমআরএনএ নামে ওই টিকার ‘গেম চেঞ্জিং’ সম্ভাবনার প্রশংসা করেছেন বিশেষজ্ঞরা।

সারা বিশ্বে প্রতি বছর প্রায় ১ লাখ ৩২ হাজার মানুষ মেলানোমায় আক্রান্ত হন। ত্বকের ক্যান্সারের মধ্যে এটিই সবচেয়ে প্রাণঘাতী। বর্তমানে এই ক্যানসারের মূল চিকিৎসা অস্ত্রোপচার। এ ছাড়াও কখনো কখনো রেডিওথেরাপি, ওষুধ এবং কেমোথেরাপির মাধ্যমে মেলানোমার চিকিৎসা করা হয়।

এখন চিকিৎসকরা নতুন যে টিকাটি পরীক্ষা করছেন, সেটা প্রত্যেক রোগীর জন্য তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং ক্যান্সারের অবস্থা অনুযায়ী তৈরি করা হবে বলে বিশেষজ্ঞদের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান। এই টিকা আক্রান্তের শরীরের ক্যান্সার কোষ খুঁজে বের করে সেগুলো ধ্বংস করবে এবং ক্যান্সার পুনরায় ফিরে আসা রোধ করবে।

দ্বিতীয় ধাপের পরীক্ষায় দেখা গেছে, এই টিকা মেলানোমায় আক্রান্ত রোগীদের শরীরে পুনরায় ক্যান্সার ফিরে আসার ঝুঁকি নাটকীয়ভাবে হ্রাস করে। এখন তৃতীয় এবং চূড়ান্ত ধাপের পরীক্ষা চলছে।

ইউনিভার্সিটি কলেজ লন্ডন হসপিটালস এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্ট (ইউসিএলএইচ)-এর নেতৃত্বে এই পরীক্ষা চলছে।

টিকার চূড়ান্ত ধাপের পরীক্ষায় জাতীয় সমন্বয়কারী কর্মকর্তা ডা. হেদার শ বলেন, এই টিকার মেলানোমা আক্রান্তদের সুস্থ করে তোলার সম্ভাব্যতা রয়েছে। এবং ফুসফুস, মূত্রথলি এবং কিডনির ক্যান্সারের চিকিৎসায় এই টিকা কার্যকর কি না, সেটাও পরীক্ষা করে দেখা হচ্ছে। তিনি আরো বলেন, লম্বা সময় পর সত্যিই খুবই আশান্বিত হওয়ার মতো কিছু একটা আমরা দেখতে পেয়েছি।

এই টিকা একটি স্বতন্ত্র নিওঅ্যান্টিজেন থেরাপি। টিকাটি এমনভাবে তৈরি করা হয়েছে যে, এটা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাকে সক্রিয় করে তোলে, যাতে সেটি রোগীর শরীরের বিশেষ ধরনের ক্যানসার ও টিউমারের বিরুদ্ধে লড়াই করতে পারে।

বিশ্ব জুড়ে প্রায় ১১০০ মানুষের ওপর চূড়ান্ত ধাপের এই পরীক্ষা চালানোর লক্ষ্যমাত্রা ঠিক করেছেন বিজ্ঞানীরা। প্রথম যাদের ওপর পরীক্ষা চালানো হচ্ছে, তাদের একজন ৫২ বছরের স্টিভ ইয়াং। তিনি বলেন, আমি সত্যি খুবই আনন্দিত। এই ক্যানসারকে রুখে দিতে এটাই আমার সেরা সুযোগ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close