প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৯ এপ্রিল, ২০২৪

ফিলিস্তিনিরা ধ্বংস হয়ে যাওয়া ঘরে ফিরছেন

গত রবিবার দক্ষিণ গাজা থেকে স্থল সেনাদের সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এই ঘোষণার পর থেকেই গাজার দক্ষিণের খান ইউনিসে ধ্বংস হয়ে যাওয়া ঘরবাড়িতে ফিরতে শুরু করেছে ফিলিস্তিনিরা।

চার মাসের সীমাহীন সহিংসতার পর খান ইউনিস থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহার করার ঘোষণা আসে। খবর আল-জাজিরা।

আল-জাজিরার সাংবাদিক জানান, ফিরে আসা ফিলিস্তিরা ধ্বংসের পরিমাণ দেখে হতবাক হয়ে পড়েছেন। অনেকে ধ্বংসস্তূপের মধ্যে তাদের বাড়ি, তাদের আশেপাশের এলাকাগুলিকেও চিনতে পারছে না।

তিনি জানান, এই এলাকায় কোন রাস্তা উপযুক্ত নেই, এগুলো বালির স্তূপে পরিণত হয়েছে। এমনকি যে বাড়িগুলো এখনো দাঁড়িয়ে আছে, সেগুলো বসবাসের জন্য অনুপযুক্ত।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেন, দক্ষিণ গাজা থেকে স্থল অভিযানে থাকা সেনা সরিয়ে নেওয়া হয়েছে। মিশর সীমান্তবর্তী দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরসহ অন্যান্য স্থানে ভবিষ্যত অভিযানের প্রস্তুতির অংশ হিসেবে এই সিদ্ধান্ত বলে জানান তিনি।

এদিকে গতকাল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফের লেফটেনেন্ট জেনারেল হার্জি হাভেলি সংবাদ সম্মেলনে জানিয়েছেন, সেনা সরিয়ে নেওয়া মানে অভিযান বন্ধ এমনটি বলা যাবে না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close