আন্তর্জাতিক ডেস্ক

  ০৫ এপ্রিল, ২০১৯

আলজেরিয়ার বিদায়ী প্রেসিডেন্ট ক্ষমা চেয়েছেন

জনগণের কাছে ক্ষমা চেয়েছেন আলজেরিয়ার বিদায়ী প্রেসিডেন্ট আবদেল আজিজ বুতেফলিকা। এক চিঠিতে তিনি দেশের জনগণের কাছে ক্ষমা চেয়েছেন।

প্রায় ২০ বছর ধরে ক্ষমতায় ছিলেন বুতেফলিকা। দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকার বিষয়ে এই প্রেসিডেন্ট জানিয়েছেন তিনি দেশের প্রতি তার অবদানের জন্য গর্বিত। তবে তিনি এটা বুঝতে পেরেছেন যে, তিনি তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। বুতেফলিকা আরো বলেন, তিনি আলজেরিয়ার ভবিষ্যতের কথা চিন্তা করে কোনো ভয় বা দুঃখ ছাড়াই রাজনৈতিক জীবনের ইতি টানলেন।

দেশজুড়ে সরকারবিরোধী বিক্ষোভের ছয় সপ্তাহ পরে গত মঙ্গলবার পদত্যাগ করেন বুতেফলিকা। গত সপ্তাহে আলজেরিয়ার সেনা প্রধান লে. জেনারেল আহমেদ গায়েদ সালাহ তাকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান। এক চিঠিতে ৮২ বছর বয়সি এই প্রেসিডেন্ট তার প্রতি তার প্রিয় ভাইবোনদের ভালোবাসা এবং সম্মানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তিনি বলেন, একজন মানুষ হিসেবে যেকোনো ধরনের ব্যর্থতার জন্য আমি ক্ষমা চাচ্ছি। তিনি আলজেরিয়ার জনগণের মধ্যে ঐক্য রাখতে এবং তাদের মধ্যে যেন কখনো বিভেদ সৃষ্টি না হয় সেজন্য আহ্বান জানিয়েছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close