প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১২ ডিসেম্বর, ২০১৭

বাবা-ছেলেসহ সড়কে ঝরল ৯ প্রাণ

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বাস খাদে পড়ে বাবা-ছেলেসহ চার যাত্রী নিহত হয়েছেন। এ ছাড়া বগুড়া, ময়মনসিংহ, চট্টগ্রাম ও পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় আরো পাঁচজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ২১ জন। প্রতিনিধিদের পাঠানো খবরÑ

কুমিল্লা : কুমিল্লার দাউদকান্দির রায়পুরে গত রোববার রাতে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ১৫ যাত্রী। খবর পেয়ে দাউদকান্দি হাইওয়ে পুলিশ ও দাউদকান্দি ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালায়। আহত যাত্রীদের গৌরীপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়। দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মো. আবুল কালাম আজাদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পাশের খাদে পড়ে যায়। বেপরোয়া, এলোপাতাড়ি ও দ্রুতগতিতে গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় চার যাত্রী নিহত হয়েছেন। চালক ও হেলপার পলাতক রয়েছেন। নিহতরা হলেনÑচট্টগ্রাম জেলার লোহাগড়া থানার বারৈহাটিয়া গ্রামের আবদুস সামাদের ছেলে সাহাবুদ্দিন (৩৫), তার শিশুপুত্র আবু হানিফ (৬), পদুয়া গ্রামের নুরুল আক্তারের ছেলে

নুরুল হাসান রিফাত (২৯) এবং সাতকানিয়া উপজেলার মাদারসা গ্রামের নাছির হোসেনের ছেলে আমজাদ হোসেন (২৭)। এদিকে দাউদকান্দি হাইওয়ে থানার এএসআই মো. নূরুল্লাহ বাদী হয়ে সৌদিয়া পরিবহনের বাসের অজ্ঞাতনামা চালকের বিরুদ্ধে দাউদকান্দি মডেল থানায় মামলা করেন।

বগুড়া : বগুড়ার শেরপুরে গতকাল সোমবার বাসের ধাক্কায় হাওয়া খাতুন (১৩) নামে এক স্কুলছাত্রী মারা গেছে। নিহত হাওয়া খাতুন মহিপুর মুন্সিপাড়া গ্রামের নূরুল ইসলামের মেয়ে। শেরপুর পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ময়মনসিংহ : ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে বেচুয়াখালী এলাকায় গতকাল সোমবার একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে আশেক আলী (৩৫) নামে এক যাত্রী নিহত হন এবং ছয়জন আহত হয়েছেন। নিহত আশেক আলী একজন চাতালকর্মী এবং কুড়িগ্রাম জেলার বাসিন্দা। খবর পেয়ে মুক্তাগাছা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনকর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। মুক্তাগাছা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুন্ড ও লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন। গতকাল সোমবার সকালে উপজেলার লালবেগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মমতা বেগম (৩০) সন্দ্বীপ উপজেলার মুছাপুর এলাকার ছমদ আলী ভূঁইয়াবাড়ির মো. ইদ্রিস আলমের স্ত্রী। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এদিকে লোহাগাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. আলমগীর (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে চুনতির হোটেল মিডওয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলমগীর (৩২) গাজীপুর জেলার বাসিন্দা আহাদ আলীর ছেলে। তিনি উত্তরা পরিবহনের একটি বাসের চালক ছিলেন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পিরোজপুর : পিরোজপুরের মঠবাড়িয়ায় টমট?মের চাপায় মো. জাকির হোসেন (৩০) নামে একজন নিহত হয়েছেন। গত রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের আ. ছত্তারের ছেলে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist