গাইবান্ধা প্রতিনিধি

  ২৫ সেপ্টেম্বর, ২০১৭

গাইবান্ধায় ১১২ টন চাল জব্দ পাঁচ গুদাম সিলগালা

গাইবান্ধার পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলা থেকে প্রায় ১১২ টন চাল ও ১০ লাখ ৫৮ হাজার ৬৬৯ টাকা জব্দ করা হয়েছে। এ সময় পাঁচটি গুদাম সিলগালা করা হয়েছে। গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের ঢোলভাঙ্গা বাজারে মেসার্স খন্দকার ট্রেডার্সের পাঁচটি গুদাম থেকে এসব চাল ও টাকা জব্দ করা হয়। গাইবান্ধার নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আশিক রেজা এ অভিযান পরিচালনা করেন। অভিযান শেষে গুদামগুলো সিলগালা করা হয়। মেসার্স খন্দকার ট্রেডার্সের মালিক হারুনার রশিদ পলাশবাড়ী উপজেলার ঝালিঙ্গি গ্রামের মৃত মোজাম্মেল হক খন্দকারের ছেলে। নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আশিক রেজা জানান, খন্দকার ট্রেডার্সের মালিক দীর্ঘদিন থেকে তার গুদামগুলোতে চাল মজুদ করে অবৈধভাবে পাইকারি ব্যবসা করে আসছিলেন। এ তথ্যের ভিত্তিতেই ওই গুদামগুলোতে অভিযান চালানো হয়। এ সময় পাঁচটি গুদাম থেকে অবৈধভাবে মজুদ করা ৫০ কেজি ওজনের ২ হাজার ২২৬ বস্তা চাল জব্দ করা হয়। যার ওজন ১১১ দশমিক ৬০০ টন। এ ছাড়া গুদামে থাকা ৩ হাজার ১৭১টি খালি চটের বস্তা ও ১০ লাখ ৫৮ হাজার ৬৬৯ টাকা জব্দ করা হয়। এ ব্যাপারে জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আমজাদ হোসেন বলেন, মেসার্স খন্দকার ট্রেডার্সের মালিক অবৈধভাবে এসব চাল মজুদ করেছেন। তার কোনো বৈধ কাগজপত্র নেই।

অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তোফাজ্জল হোসেন, সাদুল্লাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোছা. রহিমা খাতুন, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আমজাদ হোসেন, সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরহাদ ইমরুল কায়েস, পলাশবাড়ী থানার ওসি (তদন্ত) নবীউল ইসলাম।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist