কলকাতা প্রতিনিধি

  ২০ সেপ্টেম্বর, ২০১৭

রোহিঙ্গাদের সঙ্গে পাকিস্তানি জঙ্গিরা জড়িত : ভারত

মিয়ানমারের রাখাইন প্রদেশ থেকে জাতিগত সহিংসতায় সব হারিয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেবে না ভারত। এটা সরকারের সিদ্ধান্ত। রোহিঙ্গারা পাকিস্তানি সন্ত্রাসীগোষ্ঠীর সঙ্গে জড়িত বলে গত সোমবার সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামায় এ কথা জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। এখানেই শেষ নয়, রোহিঙ্গারা জাতীয় নিরাপত্তার জন্যও হুমকি বলে মনে করে ভারত।

সুপ্রিম কোর্টকে সরকার বলেছে, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর সিদ্ধান্ত একটি ‘প্রশাসনিক সিদ্ধান্ত’। এই সিদ্ধান্তে সুপ্রিম কোর্টের মতামত কাম্য নয় এবং উচিতও নয়। মোদির সরকার কোর্টকে আরো বলেছে, পাকিস্তানভিত্তিক জঙ্গি ও সন্ত্রাসী সংগঠন

লস্কর-ই-তৈয়বা, পাকিস্তান গুপ্তচর সংস্থা আইএসআই এবং আইএসের সঙ্গেও রোহিঙ্গাদের যোগ রয়েছে বলে গোয়েন্দা রিপোর্ট থেকে জানা গেছে। সেই গোপন রিপোর্ট যদি সর্বোচ্চ আদালত দেখতে চান, তাহলে সরকার সেই রিপোর্ট জমা দিতেও প্রস্তুত বলে হলফনামায় জানানো হয়েছে। আগামী ৩ অক্টোবর রাজধানী নয়াদিল্লিতে সুপ্রিম কোর্টে এ নিয়ে আবার শুনানি অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, রাখাইন প্রদেশের সেনাবাহিনী কর্তৃক হত্যা, অগ্নিসংযোগ ও ধর্ষণের শিকার হয়ে প্রায় ছয় লাখ রোহিঙ্গা বাংলাদেশের কক্সবাজার জেলার উখিয়াসহ বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist