নিজস্ব প্রতিবেদক

  ১৯ সেপ্টেম্বর, ২০১৭

প্রতি আট মাসে সৃষ্টি হচ্ছে একটি নতুন রোগ

প্রতি আট মাসে একটি করে নতুন রোগের সৃষ্টি হচ্ছে। অর্থাৎ গত ২৫ বছরে ৩৫টি নতুন রোগ এসেছে পৃথিবীতে। আর এসব রোগের ৭৫ থেকে ৮০ শতাংশই ছড়ছে বিভিন্ন প্রাণীর দেহ থেকে। রাজধানীর এক অভিজাত হোটেলে দুই দিনব্যাপী ‘ওয়ানহেলথ (এক স্বাস্থ্য) বাংলাদেশ’-এর নবম সম্মেলনে বিশেষজ্ঞদের বক্তব্যে এসব তথ্য উঠে এসেছে। সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল, ওয়ান হেলথের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন।

দুই দিনের সম্মেলনের শেষদিনে গতকাল সোমবার বিশেষজ্ঞ চিকিৎকরা বলেন, সাম্প্রতিক নতুন রোগ এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, মার্স-কোভি, চিকুনগুনিয়া, নিপাহ ভাইরাস, ইবোলার প্রাদুর্ভাবে বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা হুমকির মুখে পড়েছে, রোগ ছড়িয়ে পড়ছে এক দেশ থেকে অন্য দেশে। আর প্রাণী থেকে ছড়িয়ে পড়া রোগগুলো কেবল গৃহপালিত প্রাণী থেকেই নয়, বুনো পশুপাখি থেকেও মানুষের শরীরে আক্রান্ত হচ্ছে। চিকিৎসাবিজ্ঞানীরা বলেন, নতুন রোগ প্রতিরোধ করতে হলে স্বাস্থ্য, কৃষি, ভূমি, প্রাণিসম্পদ ও পরিদেশ মন্ত্রণালয়কে একসঙ্গে কাজ করতে হবে।

জাতিসংঘ খ্যাদ্য ও কৃষিসংস্থার জ্যেষ্ঠ কারিগরি পরামর্শক অধ্যাপক নিতীশ চন্দ্র দেবনাথ বলেন, ‘মানুষের স্বাস্থ্য প্রাণী এবং পরিবেশের সঙ্গে সম্পর্কিত। আর স্বাস্থ্য কেবল এককেন্দ্রিক বিষয় নয়, এর সঙ্গে প্রাণী, কৃষি, পরিবেশ জড়িত। যে কারণে এক দেশে

জন্ম নেওয়া রোগ ছড়িয়ে পড়ছে আরেক দেশে।’ অনুষ্ঠানে ওয়ান হেলথ সচিবালয় সমন্বয় কমিটির সভাপতি ও রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মীরাজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ওষুধ প্রতিরোধী সংক্রমণের কারণে বাংলাদেশসহ সারা বিশ্বে জনস্বাস্থ্য সংকট তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। আর পর্যাপ্ত মাননিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকার কারণে খাদ্য সুরক্ষা ও খাদ্য নিরাপত্তা তথা মানুষের স্বাস্থ্য মারাত্মক ঝুঁকিতে পড়ছে। বর্তমান অবস্থা বিশ্লেষণ ও সমাধান খুঁজে বের করার উদ্দেশ্যেই এ সম্মেলন।

দুই দিনব্যাপী সম্মেলনে দেশ-বিদেশের ৫০০ বিজ্ঞানী অংশ নেন। এবারের সম্মেলনে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। এ ছাড়া মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপমন্ত্রী সম্মেলনে উপস্থিত ছিলেন। সম্মেলনের সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist