নিজস্ব প্রতিবেদক

  ০৯ আগস্ট, ২০১৭

মতিঝিল আইডিয়ালে সব শিক্ষকের সনদ যাচাইয়ের নির্দেশ

ভুয়া সনদে চাকরি নেওয়ার অভিযোগে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সব শিক্ষকের সনদ যাচাইয়ের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ওই স্কুলের প্রায় অর্ধশত শিক্ষক ভুয়া সনদে চাকরি করছেন বলে শিক্ষা মন্ত্রণালয়ে অভিযোগ এসেছে। পরে মন্ত্রণালয় অভিযোগ আমলে নিয়ে সব শিক্ষকের সনদ যাচাই করতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরকে (মাউশি) নির্দেশ দিয়েছে।

এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব (মাধ্যমিক) সালমা জাহান বলেন, ‘আমরা প্রতিষ্ঠানটির অনেক শিক্ষকের বিরুদ্ধে ভুয়া সনদে চাকরি নেওয়ার অভিযোগ পেয়েছি। অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটির সব শিক্ষকের সনদ যাচাই করতে মাউশিকে নির্দেশনা দেওয়া হয়েছে। এ সংক্রান্ত প্রতিবেদন জমা দিতে তাদের দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছে।’

এর আগে গত মে মাসে এক অভিযোগের পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে যাচাই-বাছাইয়ের পর স্কুলটির মতিঝিল শাখার সহকারী প্রধান শিক্ষক আব্দুস সালাম খানের বিএড সনদ ভুয়া প্রমাণিত হয়। এরপর মাউশি তার এমপিও স্থগিত করে। একই সঙ্গে তাকে চাকরিচ্যুত করতে ম্যানেজিং কমিটিকে চিঠি দেয় ঢাকা শিক্ষা বোর্ড। এই নির্দেশনার বিরুদ্ধে সালাম খান হাইকোর্টে রিট আবেদন করলে স্থগিতাদেশ দেয় আদালত।

এ ঘটনার পর প্রতিষ্ঠানটির আরো অনেক শিক্ষকের বিরুদ্ধে জাল শিক্ষক নিবন্ধন সনদ দিয়ে চাকরি নেওয়ার অভিযোগ জমা পড়ে শিক্ষা মন্ত্রণালয়ে। এসব অভিযোগ আমলে নিয়ে মন্ত্রণালয় তদন্ত করতে মাউশিকে নির্দেশ দেয়। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত শিক্ষকদের এমপিও বাতিলসহ বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist