নিজস্ব প্রতিবেদক

  ১০ জানুয়ারি, ২০২৪

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের অবস্থান নিয়ে চিন্তা নেই

- পররাষ্ট্রমন্ত্রী

নির্বাচনের ফলাফলের ব্যাপারে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের অবস্থান নিয়ে সরকারের চিন্তা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। তিনি বলেন, আমাদের জনগণ আমাদের রায় দিয়েছে। এছাড়া নির্বাচন পর্যবেক্ষণে অন্যান্য দেশ যারা এসেছে, তারা আমাদের স্বপক্ষেই কথা বলেছে এবং ইলেকশন কমিশনকে ধন্যবাদও দিয়েছে।

গতকাল মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিদেশি কূটনীতিক, পর্যবেক্ষক ও সাংবাদিকদের সঙ্গে মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠান শেষে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘উই আর ভেরি হ্যাপি। জনগণ বিভিন্ন প্রতিকূল পরিবেশে নির্বাচনে গেছে এটাই তো বড় কথা। জনগণ তাদের ভোট দেওয়ার অধিকার আবার নতুন করে স্টাবলিশ করেছে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘অনেক দিন ধরে সাক্ষাৎ টাক্ষাৎ নাই বিদেশি রাষ্ট্রদূত এবং প্রতিনিধির সঙ্গে। অনেক দিন ধরে আমরা ক্যাম্পেইনে ব্যস্ত। আর এখন কথা বলার নাই। নতুন সংসদ হবে তখন আমরা আলাপ করব।’

আবদুল মোমেন বলেন, ‘আজকের এ অনুষ্ঠানটি হচ্ছে জাস্ট মিট অ্যান্ড গ্রিট। অনেকের সঙ্গে সাক্ষাৎ টাক্ষাৎ। আর দেশে কী হচ্ছে তা আপনারা ভালো জানেন। আমার থেকে ভালো জানেন। উই আর ভেরি হ্যাপি যে আমরা একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য ও সংঘাতবিহীন নির্বাচন করেছি। জনগণ রায় দিয়েছে। আলহামদুলিল্লাহ।’

পররাষ্ট্রমন্ত্রীর প্রেস ব্রিফিংয়ের আগে প্রায় অর্ধশত বিদেশি কূটনীতিক, পর্যবেক্ষক ও সাংবাদিকদের উপস্থিতিতে নির্বাচন ও দেশীয় রাজনীতি বিষয় পারস্পরিক সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পরে বিদেশী কূটনীতিকদের হাতে হাতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে একটি লিখিত বিবৃতি পৌঁছে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিদেশি কূটনীতিক, নির্বাচন পর্যবেক্ষক এবং সাংবাদিকসহ দেশীয় গণমাধ্যম ব্যক্তিত্ব, অর্থনীতিবিদ ও শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close