প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৫ নভেম্বর, ২০২২

আজকের এই দিনে

আজ ২৫ নভেম্বর। সময় গড়ায় নিজস্ব নিয়মে, সমৃদ্ধ হয় মানবসভ্যতা। নানা ঘটনা প্রবাহে তৈরি হয় ইতিহাস। উন্মোচন হয় নতুন দিগন্তের। এসব জানাতেই প্রতিদিনের সংবাদের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। তথ্য উইকিপিডিয়ার।

ইতিহাস :

১৫৩৮: পর্তুগিজ নৌবাহিনী ভারত থেকে নৌসেনাদের সরিয়ে নিয়ে যায়।

১৯১৮ : প্রথম বিশ্বযুদ্ধে পোল্যান্ড দখলকারী দেশগুলো অর্থাৎ রাশিয়া, জার্মানি ও অষ্ট্রিয়া পরাজিত হওয়ার পর পোল্যান্ড আবারও স্বাধীনতা লাভ করে।

১৯৭২ : বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় উত্তর ভিয়েতনাম এবং ইথিওপিয়া।

১৯৯১ : খুলনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন।

২০০৪ : রাতে তাজমহল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়।

২০০৭ : উপদেষ্টা পরিষদ সশস্ত্র বাহিনীর জন্য প্রস্তাবিত আলাদা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস অধ্যাদেশ ২০০৭ অনুমোদন করে।

জন্ম :

১৯০৮ : নাট্যকার নূরুল মোমেন।

১৯১৫ : অগাস্টো পিনোশের, চিলির জেনারেল, রাজনীতিবিদ ও ৩০তম প্রেসিডেন্ট।

১৯১৯ : ধ্বনি বিজ্ঞানী ও ভাষাতাত্ত্বিক মুহম্মদ আবদুল হাই।

১৯৫২ : ইমরান খান, পাকিস্তানি ক্রিকেটার ও রাজনীতিবিদ।

মৃত্যু :

১৮৫৭ : সিপাহি বিদ্রোহ দমনকারী ব্রিটিশ সেনা অফিসার স্যার হেনরি হ্যাভলক।

১৯২৫ : যদুনাথ পাল,খ্যাতনামা মৃৎশিল্পী।

১৯৭৪ : উ থান্ট, জাতিসংঘের তৃতীয় মহাসচিব।

১৯৮১ : রাইচাঁদ বড়াল, প্রখ্যাত ভারতীয় বাঙালি সুরশিল্পী ও সংগীত পরিচালক।

২০১৬ : ফিদেল কাস্ত্রো, কিউবান সমাজতন্ত্রী বিপ্লবী।

২০২০ : ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close