নারায়ণগঞ্জ প্রতিনিধি

  ২২ নভেম্বর, ২০২১

রূপগঞ্জে বয়লার বিস্ফোরণে দগ্ধ দুজনের মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাইস মিলের বয়লার বিস্ফোরণে দগ্ধ তিনজনের মধ্যে দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত শনিবার রাতে এবং গতকাল রবিবার ভোরে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন রূপগঞ্জের গন্ধর্বপুর এলাকার হযরত আলী (২৫) ও বেলায়েত হোসেন (৫৯)।

গত শনিবার দুপুর ২টার দিকে রূপগঞ্জের রূপসীতে সিটি অটো রাইস মিলে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

জানা যায়, শনিবার রাত সাড়ে ৯টার দিকে ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মো. হযরত আলী। নিহতের শরীরের ৯৯ শতাংশ দগ্ধ হয়েছিল। এছাড়া রবিবার সকাল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মো. বেলায়েত হোসেন। তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ ছিল। এছাড়া মো. সিরাজুল ইসলাম (৬০) নামের আরো একজন চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরে ৬৫ শতাংশ দগ্ধ হয়েছে।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন জানান, রূপগঞ্জে বিস্ফোরণ দগ্ধ দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close